এবার কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের দুই পদস্থ আধিকারিককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানিয়েছে নির্বাচন কমিশন। দু’জনের কেউই নির্বাচনী কাজে যুক্ত থাকতে পারবেন না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
কমিশন সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার বসিরহাটের অতিরিক্ত জেলাশাসকের পদে ছিলেন আইএএস দিব্যা লঙ্গানাথন। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের ডিইও পদে ছিলেন আইএএস রেশমি কমল। এই দুই আইএএসকে পদ থেকে সরিয়ে দিয়েছে কমিশন।
এই মর্মে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। বলা হয়েছে, বসিরহাটের অতিরিক্ত জেলাশাসককে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। অতিরিক্ত জেলাশাসকে নির্বাচন সংক্রান্ত কোনও কাজের সঙ্গে জড়িত থাকতে না পারেন। আইএএস আকাঙ্খা ভাস্করকে বসিরহাটের নতুন অতিরিক্ত জেলাশাসক পদে নিয়োগ করেছে কমিশন। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের ডিইও পদ থেকে আইএএস রেশমি কমলকেও সরাল নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, দুজনের কেউই ভোটের কাজে যুক্ত থাকতে পারবেন না।
নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই কমিশন বিভিন্ন সময় একাধিক সরকারি আধিকারিককে পদ থেকে সরিয়ে দিয়েছে। সরানো হয়েছে রাজ্য পুলিশের ডিজিকেও। গত সোমবার পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারকে পদ থেকে সরিয়ে দেয় কমিশন। পুরুলিয়ার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কেও পদ থেকে সরিয়েছে কমিশন। এ ছাড়াও, আরও তিন পুলিশ আধিকারিককে সরিয়ে দিয়েছে কমিশন। এ বার কমিশন সরাল দক্ষিণ কলকাতা জেলা নির্বাচনী আধিকারিক এবং বসিরহাটের অতিরিক্ত জেলাশাসককেও।
Election Commission
ফের রাজ্যের দুই আধিকারিককে সরাল কমিশন
×
Comments :0