গুজরাটের পোরবন্দরের একটি আদালত ১৯৯৭ সালের হেফাজতে নির্যাতন মামলায় প্রাক্তন আইপিএস অফিসার সঞ্জীব ভাটকে বেকসুর খালাস দিয়েছে।
অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুকেশ পান্ডিয়া শনিবার (৭ ডিসেম্বর, ২০২৪) পোরবন্দরের তৎকালীন পুলিশ সুপার (এসপি) ভট্টকে অভিযোগ ঘিরে সন্দেহের অবকাশ থাকায় তাকে বেকসুর খালাস করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ, স্বীকারোক্তি আদায়ের জন্য কঠিন নিপীড়ন করার।
এর আগে ১৯৯০ সালে জামনগরে হেফাজতে মৃত্যু মামলায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৯৯৬ সালে রাজস্থানের এক আইনজীবীকে ফাঁসানোর জন্য এক মামলায় তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। বর্তমানে তিনি রাজকোট সেন্ট্রাল জেলে বন্দি রয়েছেন।
২০০২ সালের গুজরাট দাঙ্গায় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকার অভিযোগ তুলে শীর্ষ আদালতে হলফনামা দাখিল করে আলোচোনার শীরোনামে এসেছিলেন ভাট। যদিও, একটি বিশেষ তদন্তকারী দল এই অভিযোগগুলি অস্বীকার করে সেই সময়। ২০১১ সালে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল এবং ‘‘অননুমোদিত অনুপস্থিতির’’ জন্য ২০১৫ সালের আগস্টে স্বরাষ্ট্র মন্ত্রক তাকে বরখাস্ত করেছিল।
Gujarat cop acquited
প্রাক্তন আইপিএস অফিসার সঞ্জীব ভাটকে বেকসুর খালাস দিল গুজরাট আদালত
×
Comments :0