Jadavpur university icc vote

রাজ্যে প্রথম: আইসিসি-তে ছাত্র প্রতিনিধির জন্য ভোট হবে যাদবপুরে

রাজ্য কলকাতা

অভ্যন্তরীণ অভিযোগ কমিটি বা আইসিসি-তে ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ‘ইন্টারনাল কমপ্লেন কমিটি (আইসিসি)-র পরামর্শদাতা কমিটির ছাত্র প্রতিনিধি নির্বাচন করতে হবে এই ভোট। এই মর্মেই নোটিশ জারি করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 
ছাত্র সংগঠন এসএফআই বলেছে যে পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতে প্রথম কোনও বিশ্ববিদ্যালয়ে আইসিসিতে (ইন্টারনাল কমপ্লেন কমিটি)-তে ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট হচ্ছে। দীর্ঘদিন ধরে এই দাবিতে চলেছে আন্দোলন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তা হতে চলেছে।
আর জি কর হাসপাতালে কর্মরত চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার পর আরও জোরালো হয়েছে সর্বত্র আইসিসি গঠনের দাবি। নির্বাচিত ছাত্র প্রতিনিধি রাখার দাবিও জোরালো হয়েছে। 
এদিন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে অধ্যাপক সৈকত সিনহা রায়কে আইসিসি’র পরামর্শদাতা কমিটির চেয়ারম্যান করা হয়েছে। তাঁর সঙ্গে আলোচনা করে পরামর্শদাতা কমিটির ছাত্র প্রতিনিধিদের জন্য নির্বাচনের দিন সংক্রান্ত বিশদ জানানো হবে। 
জানানো হয়েছে, সব ছাত্র সংগঠন এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মোট তিনটি ফ্যাকাল্টি থেকে মোট ৬ জন নির্বাচিত ছাত্র প্রতিনিধি আইসিসিতে যাবে। স্নাতক ও স্নাতকোত্তর থেকে একজন করে প্রতিনিধি থাকবেন প্রতিটি ফ্যাকাল্টিতে। এই ৬ ছাত্র প্রতিনিধি পদেই নির্বাচন হবে। 
এখনো পর্যন্ত নির্বাচনের দিন ঘোষণা করা হয়নি। জানা যাচ্ছে চলতি মাসের ১৪-১৫ তারিখে পরামর্শদাতা কমিটির সঙ্গে বিভিন্ন ছাত্র প্রতিনিধিদের একটি বৈঠকে হবে। সেই বৈঠকেই ঠিক করা হবে দিনক্ষণ।  
এসএফআই নেতা শুভদীপ ব্যানার্জি বলছেন, "এসএফআই'র পক্ষ থেকে দীর্ঘ ৮-৯ মাস ব্যাপী আন্দোলন চালিয়েছে আইসিসিতে ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য। কর্তৃপক্ষ আন্দোলনের চাপে পড়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। সে সংক্রান্ত নির্বাচন সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছে।" 
এসএফআই'র তরফে আইসিসির পুনর্গঠন নিয়ে বেশ কিছু অভিমত রাখা হয়েছে। সংগঠনের দাবি, ইউজিসি’র গাইডলাইনে মেনে চলতে আইসিসি-কে। ছাত্রীদের কটূক্তি, সামাজিক বা আর্থিক পরিচয় নিয়ে বিব্রত করার মতো ঘটনায় অভিযোগ গ্রহণ করতে হবে। ক্যাম্পাসের বাইরে হোস্টেলে এই ঘটনা ঘটলেও অভিযোগ গ্রহণ করতে হবে। আইসিসিতে একজন মনোবিদ, একজন আইনজীবী ও একজন সমাজকর্মীকে রাখতে হবে। আইসিসির কাজ হবে, শুধু তদন্ত করা নয়, যাতে এমন ঘটনা না ঘটে তা নিয়ে সচেতনতার প্রচার করা।  
এসএফআই কলকাতা জেলা কমিটির সম্পাদক ও সভাপতি দীধিতি রায় ও বর্ণনা মুখার্জি জানিয়েছেন, " যাদবপুরের এসএফআই কর্মীরা সাধারণ ছাত্র-ছাত্রীদের নিয়ে যে লড়াই চালিয়ে ছিল আইসিসি-তে নির্বাচিত ছাত্র প্রতিনিধি নির্বাচনের বিজ্ঞপ্তিতে সেই আন্দোলনে আংশিক জয় পাওয়া গেছে। তিলোত্তমার ঘটনার পর ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। তার জন্যই এসএফআই আইসিসির ওপর এত জোর দিয়েছে। কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গের সমস্ত ক্যাম্পাসে আইসিসি গঠন করে সেই কমিটিতে নির্বাচিত ছাত্র প্রতিনিধি রাখতে হবে এই দাবিতে আমরা আন্দোলন সংগঠিত করব।"

Comments :0

Login to leave a comment