Neetu David

আইসিসির ‘হল অফ ফেম’ নীতু ডেভিডকে

খেলা

ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন কিংবদন্তি স্পিনার নীতু ডেভিড বিশেষ সংবর্ধনা পেলেন আইসিসি থেকে । নীতুকে ' হল অফ ফেম ' সম্মান দিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা । এখন ভারতীয় মহিলা ক্রিকেট দলের নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান ডেভিড। তাঁর আগে এই সম্মান পেয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক ডায়না এডুলজি। 

ভারতের হয়ে ১৯৯৫ থেকে ২০০৮ পর্যন্ত মোট ৯৭টি ওডিআই ও ১০ টি টেস্ট খেলেছেন ডেভিড। একটি টেস্টের একটি ইনিংসে ব্যক্তিগত রেকর্ড হিসেবে ৫৩ রান দিয়ে মোট ৮ টি উইকেট নেন জামশেদপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে । যা আজও রেকর্ড হয়েই রয়েছে । ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটসংগ্রাহক ডেভিড ১৪১ টি উইকেট নিয়েছেন নিজের ক্যারিয়ারে। প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ১০০ উইকেটের গন্ডি পেরিয়েছিলেন ডেভিড। তার বোলিং গড় ছিল ১৭.৩৪ । ২০০৬ এ রিটায়ার করার পর অবশ্য দুই বছর পর আবারো ফিরে আসেন জাতীয় দলে। ২০০৮ এই শেষবার এশিয়া কাপ খেলে অবসর নেন ডেভিড।

Comments :0

Login to leave a comment