হাসনাবাদের বরুণহাটে ইছামতি নদীবাঁধে নেমেছে ধস। এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। জনতার দাবিতে দ্রুত চলছে মেরামতির কাজ।
হাসনাবাদের বরুণহাট পূর্ব রাজবংশী পাড়া এলাকায় নদীর বাঁধে ধস নামে ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ পরিস্থিতির কারণে। আমফান, ইয়াসের স্মৃতি উসকে ফের আরও এক মে মাসেই বাংলায় আছড়ে পড়তে চলেছে ঘুর্ণিঝড় রেমাল। রেমালের প্রভাবে রবিবার সকাল থেকেই ঝোড়ো হাওয়া বইছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা সহ নদী সংলগ্ন এলাকায়।
হাসনাবাদ,হিঙ্গলগঞ্জে বইছে ঝোড়ো হাওয়া, বাড়ছে নদীর জলস্তরও। তারই মধ্যে নদী বাঁধ ধসে গিয়েছে বরুণহাট এলাকায় । সেচ দপ্তরের তৎপরতায় দ্রুত চলছে বাঁধ মেরামতের কাজ।
Comments :0