Heat Stroke and Lightning Death

বাজ পড়ে, সানস্ট্রোকে রাজ্য মৃত ৪

রাজ্য

বাঁকুড়ার পাঁচবাঘা এলাকায় সানস্ট্রোকে মৃত টোটো চালক শোভন পুজারু।

বাজ পড়ে, সানস্ট্রোকে গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু ৯ জনের। প্রচন্ড দাবদাহ থেকে মঙ্গলবার কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন বর্ধমানের মানুষ। স্বস্তির বৃষ্টিতেও বাজপড়ে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদিন তীব্র দহনের মাঝেই বিকালে আকাশ কালো করে মেঘ ও বজ্রপাত সহ বৃষ্টি হয়েছে। বৃষ্টির সাথে সামান্য ঝড়ো হাওয়া ও মুর্হুমুর্হু বজ্রপাতে এক জনের মৃত্যু ও আরো একজন আহত হয়েছেন।  তালিতের কাছে কমলপুর গ্রামে গোরু চড়িয়ে মাঠ থেকে বাড়ি ফেরার সময় বজ্রপাতে প্রাণ হারান মন্টু সিং (৫৬), ও আহত হন দুর্গা ক্ষেত্রপাল নামে আরো এক ব্যাক্তি। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মন্টু সিং’কে মৃত ঘোষণা করেন। আহত হয়ে হাসপাতালে ভর্তি দুর্গা ক্ষেত্রপাল।  
অন্যদিকে তীব্র গরমে অসুস্থ হয়ে চতুর্থ শ্রেণির এক স্কুল পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটেছে পুরুলিয়া ঝালদা ১ নম্বর ব্লকের ইচাগ গ্রাম পঞ্চায়েতের ৭ সারজুমাতু গ্রামে। মৃত স্কুল পড়ুয়ার নাম  ভূষণ চন্দ্র মাহাতো(৯)। তার বাবার নাম দিলীপ মাহাতো। ওই শিশুটি সারজুমাতু প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া ছিল। 
এখন মর্নিং স্কুল চলছে। পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকাল এগারোটা নাগাদ স্কুল থেকে সে বাড়ি ফিরে জানায় যে তার শরীর খারাপ লাগছে। তাড়াতাড়ি পরিবারের লোকজন তাকে বিছানায় শুইয়ে দিলে সে নেতিয়ে পড়ে এবং অচৈতন্য হয়ে যায়। দ্রুত তাকে ঝালদা এক ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মঙ্গলবার দিন ওই শিশুটির মৃতদেহ পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে বলা হয়েছে মৃতদেহের ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে না। তবে মৃতের পরিবারের দাবি অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে প্রাণ গেছে ওই স্কুল পড়ুয়ার।
এদিন তীব্রতাপদাহে এক টোটো চালক যুবকের মর্মান্তিক মৃত্যু হল বাঁকুড়া শহরের পাঁচবাঘা এলাকায়। মৃতের নাম শোভন পুজারু। তাঁর বাড়ি ইন্দপুর থানার হাটগ্রামে। এই যুবকটি বাঁকুড়া ১ নম্বর ব্লকের আচুড়ি গ্রামে তাঁর মাসির বাড়িতে থাকতেন। অন্যান্য দিনের মতো এদিনও সে টোটো নিয়ে সকালে বের হয়। এদিন সকাল ১০টায় বাঁকুড়া শহরে তাপমাত্রা ৪৩ডিগ্রি সেলসিয়াস। এর অনুভব ছিল ৫০। তীব্র গরমের মধ্যে টোটো চালিয়ে পাঁচবাঘা এলাকায় আসার পর সে অসুস্থ হয়ে পড়ে। অচৈতন্য অবস্থায় স্থানীয় মানুষজন তাঁকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় মানুষজনের বক্তব্য তীব্র তাপদাহের সানস্ট্রোকেই টোটো চালকটির মৃত্যু হয়েছে।

এদিন বাঁকুড়া সদর থানার আকুরাবাদ গ্রামে বজ্রপাতে মৃত্যু হয়েছে এক গৃহবধূর। মৃতার নাম পূর্ণিমা বাউরী(৪১)। জানা গেছে এদিন বিকেলে ঝড় বৃষ্টির সময় ওই মহিলা গরু নিয়ে গোয়ালে আসছিলেন। ঠিক সেই সময় বজ্রপাত হয়। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সোমবার রাজ্যের বিভিন্ন প্রান্তে বাজ পড়ে মৃত্যু হয়েছে ৫ জনের।  ৪টি মৃত্যুর ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের বিভিন্ন গ্রামে। অপর ঘটনাটি ঘটেছে, উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১ ব্লকে। যদিও পুলিশ প্রশাসন জানাচ্ছে মৃতের সংখ্যা ২।

Comments :0

Login to leave a comment