সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করা হলো হায়দরাবাদে ‘ভারত’ শীর্ষ বৈঠকে। শনিবার, বৈঠকের দ্বিতীয় দিন যোগ দেন লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
রাহুল বলেছেন, ঘৃণা যতই ছড়ানো হোক, মমত্ব এবং ভালবাসার শক্তি তার চেয়ে বেশি।
আলোচনাসভায় অংশ নেন তেলেঙ্গানার কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও।
শীর্ষ বৈঠকে সব ধরণের সন্ত্রাসবাদ ও তাদের মদতদাতা দেশগুলির বিরুদ্ধে প্রস্তাব নেওয়া হয়েছে। প্রগতিশীল আন্দোলনের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নেওয়া হয়েছে।
রাহুল বলেন, "সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমকে কাজে লাগানো হচ্ছে ঘৃণার প্রচারে। ভিন্নমতকে স্তব্ধ করতে হস্তক্ষেপ ও নজরদারি চালানো হচ্ছে। বিশ্ব রাজনীতিতে এই প্রবণতা উদ্বেগজনক মাত্রায় বেড়েছে। গণতান্ত্রিক পরিপ্রেক্ষিতে রাজনীতিরও বদল হয়েছে গত দশ বছরে। আজকে নতুন প্রজন্মকে টেনে আনতে হবে রাজনীতিতে।
Rahul Gandhi
সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা হায়দরাবাদের ‘শীর্ষ বৈঠকে’

×
Comments :0