ICC

আইসিসি-র ক্রমতালিকায় এগলেন যশস্বী, সিরা‌জ

খেলা

ICC


অভিষেক টেস্টে শতরানের সুবাদে আইসিসি-র ক্রমতালিকায় জায়গা করে নিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় টেস্টের পর আরও এগলেন ক্রমতালিকায়। টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় যশস্বী প্রথম টেস্ট খেলেই ৭৪ নম্বরে জায়গা পেয়েছিলেন। দ্বিতীয় টেস্টের পর ১১ ধাপ উঠে ৬৩ নম্বরে রয়েছেন ভারতীয় দলের বাঁহাতি ওপেনার। ২১ বছরের ব্যাটারের ঝুলিতে রয়েছে ৪৬৬ পয়েন্ট।

ক্যারিবিয়ান সিরিজে সাফল্যের সুবাদে টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম ১০-এ চলে এলেন রোহিত শর্মাও। তিনি রয়েছেন ক্রমতালিকার নবম স্থানে। ভারতীয়দের মধ্যে তিনিই শীর্ষে। তাঁর ঝুলিতে রয়েছে ৭৫৯ পয়েন্ট। যুগ্ম ভাবে তাঁর সঙ্গে নবম স্থানে রয়েছেন শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে। তিন ধাপ নেমে ১২ নম্বরে রয়েছেন ঋষভ পন্থ। তাঁর সংগ্রহ ৭৪৩ পয়েন্ট। ক্যারিবিয়ান সিরিজের দ্বিতীয় টেস্টে শতরান করেও ক্রমতালিকায় আগের মতো ১৪ নম্বরেই রয়েছেন বিরাট কোহলি। কোহলির ঝুলিতে রয়েছে ৭৩৩ পয়েন্ট।
টেস্ট অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন রবীন্দ্র জাডেজা। দ্বিতীয় স্থানে রবিচন্দ্রন অশ্বিন। অক্ষর পটেল রয়েছেন এই তালিকার পঞ্চম স্থানে। টেস্ট বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অশ্বিন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে বোলারদের  মধ্যে ছ’ধাপ উঠে এসেছেন মহম্মদ সিরা‌জ। তিনি রয়েছেন ৩৩ নম্বরে।

 

Comments :0

Login to leave a comment