Weather Forecast

স্বস্তির বৃষ্টি দক্ষিণে, দেশের বাকি অংশে প্রবল তাপপ্রবাহ

জাতীয়

তীব্র দাবদাহের কবলে উত্তর পশ্চিম ভারত সহ দেশের অধিকাংশ অঞ্চল। এই সময়ই স্বস্তির বৃষ্টিতে ভিজছে কেরালা সহ দক্ষিণ ভারতের বেশ কিছু অংশ। বৃহস্পতিবার এমনটাই জানালো ‌আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে, শনিবার থেকে শুরু হবে এই বৃষ্টি। তা চলবে সোমবার পর্যন্ত। ভারী বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। ঝড়ের গতিবেগ পৌঁছাবে ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত। ইতিমধ্যে, এই মর্মে বেশ কিছু জেলায় লাল সতর্কবার্তা জারি করেছে মৌসম ভবন। তবে, পালাক্কাদ, মালাপ্পুরম, পথনমথিট্টা, আলাপুঝা এবং ইদুক্কি জেলায় ভারী বৃষ্টি হবে বলে সতর্ক করে দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ তামিলনাডু এবং লাক্ষাদ্বীপের কাছে তৈরি হওয়া দু’টি ঘূর্ণাবর্তের কারণেই রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে এই ঝড়, বৃষ্টি। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ওপর ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। কেরালা ছাড়াও দক্ষিণ তামিলনাডুর জেলাগুলির পাশাপাশি লাক্ষাদ্বীপ ও কর্নাটকের উপকূলবর্তী জেলাগুলিতেও সোমবার পর্যন্ত ঝড়, বৃষ্টি চলবে বলে সতর্ক করে দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকে কেরালা ছাড়াও দক্ষিণ তামিলনাডু, হায়দরাবাদ, মহারাষ্ট্রের পালঘরে বৃষ্টি হয়েছে বলে জানা গেছে।      
যদিও এই বৃষ্টিপাতকে প্রাক বর্ষার বৃষ্টি বলতে নারাজ আবহাওয়াবীদরা। এদিকে, প্রচণ্ড তাপপ্রাবহে কাহিল গোটা দেশ বৃষ্টির জন্য অধীর অপক্ষোয়। এই অবস্থায় আশার কথা শুনিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা জানিয়েছেন, এবার স্বাভাবিক ছন্দেই এগোচ্ছে মৌসুমি বায়ু। নির্ধারিত সময়ের আগেই মৌসুমি বায়ুর হাত ধরে কেরালায় প্রবেশ করতে চলেছে বর্ষা। এমনকি, এই মরশুমে অতিরিক্ত বৃষ্টিরও আশা করছেন তাঁরা। স্বাভাবিক নিয়মে ১ জুন কেরালায় বর্ষার বৃষ্টি শুরু হয়। এরপর দক্ষিণ ভারত হয়ে দেশের অন্যান্য প্রান্তে ছড়িয়ে পড়ে মৌসুমি বায়ু। রবিবারই আন্দামানে প্রবেশ করবে বলে মৌসুমি বায়ুর একটি শাখা।
দক্ষিণ ভারতে যখন স্বস্তির বৃষ্টি নামছে, ঠিক উলটো ছবি দেশের বাকি অংশে। প্রবল তাপপ্রবাহ চলতে থাকায় দিল্লি সহ আশেপাশের অঞ্চলে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রিতে পৌঁছবে বলে সতর্ক করে দিয়েছে মৌসুম ভবন। দিল্লি ছাড়াও হরিয়ানা, পাঞ্জাব এবং রাজস্থানের কিছু অংশে প্রবল তাপপ্রবাহ সোমবার পর্যন্ত চলবে বলে পূর্বাভাষ আবহাওয়া দপ্তরের। উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, গুজরাট, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওডিশাতেও তাপপ্রবাহের জেরে এদিন হলুদ সতর্কতা জারি করেছে তারা।     

Comments :0

Login to leave a comment