INDIA vs NDA

এনডিএ ২৯৫, ‘ইন্ডিয়া’ ২২৭

জাতীয়

বেলা দেড়টা নাগাদ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ‘ইন্ডিয়া’ মঞ্চ ২২৭ আসনে এগিয়ে রয়েছে। এনডিএ এগিয়ে ২৯৫ আসনে। কংগ্রেস একাই ৯৫ আসনে এগিয়ে রয়েছে।
প্রবণতা যা, ‘ইন্ডিয়া’-র আসন আরও বাড়বে বলে মত পর্যবেক্ষকদের। তাঁরা বলছেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী বুথ ফেরত সমীক্ষাকে ‘মোদী পোল’ আখ্যা দিয়েছিলেন। ফলাফলে সেই অনুমান মিলে গিয়েছে। 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের বারাণসী থেকে এখন এগিয়ে থাকলেও পিছিয়ে পড়েছিলেন গোড়ার দিকে। লড়াই ছাড়েনি কংগ্রেস। মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তর প্রদেশের মতো রাজ্যগুলিতে নিজেদের অনুমান মতোই এগোচ্ছে ‘ইন্ডিয়া’। 
কংগ্রেসের ভোট ২৪ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। বিজেপি’র ভোট ৩৮ শতাংশের কিছু বেশি। ‘ইন্ডিয়া’-য় কংগ্রেসের সঙ্গী সমাজবাদী পার্টি ৩.৯২ শতাংশ ভোট পেয়েছে।

Comments :0

Login to leave a comment