'INDIA' RALLY MUMBAI

মুম্বাইয়ে বিশাল সমাবেশ ‘ইন্ডিয়া’-র

জাতীয়

‘‘ভারতকে বাঁচান। ভারত সকলের। সব ধর্মের মানুষের। সেই ভারতকে জয়ী করুন। যাঁরা স্বাধীনতার লড়াই করেছেন তাঁরা আজ প্রয়াত। কিন্তু প্রতিটি ভোটে তাঁদের রক্ত লেগে রয়েছে। ভোট দেওয়ার সময় মনে রাখবেন সকলের ভারতের জন্যই প্রাণ দিয়েছিলেন। ভারতকে বাঁচাতে হবে, দেশবাসীকে বাঁচাতে হবে।’’
মুম্বাইয়ের শিবাজী পার্কে ‘ইন্ডিয়া’ মঞ্চের সমাবেশে এই ভাষাতেই আবেগময় ভাষণ দিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা।
তিনি বলেন, ‘‘চড়া দাম আনাজের, চড়া দাম জ্বালানির। কর্মহীন আমাদের যুবরা। আজ এককাট্টা হতে হবে। রোজগার বাঁচাতে হবে। সংবিধানকে বাঁচাতে হবে। ভারতকে বাঁচাতে হবে।’’
কংগ্রেসের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’-র সমাপন অনুষ্ঠান এদিন হয়েছে মুম্বাইয়ে। রবিবার সকালে মুম্বাইয়ে যাত্রা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। সমাবেশে যোগ দেন জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। 
রবিবারই অন্ধ্র প্রদেশ এবং কর্ণাটকে একাধিক জনসভায় ‘ইন্ডিয়া’ মঞ্চকেই আক্রমণের নিশানা করেছেন প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতা নরেন্দ্র মোদী। তিনি কংগ্রেসকে নিশানা করে বলেছেন, ‘‘সবাইকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। কেবল গদির জন্য এই বোঝাপড়া।’’
মোদীর ভাষণকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে সমাবেশে শিবসেনা নেতা উদ্ধব থ্যাকারে, তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তাঁরা বলেছেন, ‘ভারত জোড়ো’ যাত্রা হয়েছিল কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত। এবার ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ হয়েছে মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত। এই ভারতকেই রক্ষা করতে হবে। বিরোধীরা এক জায়গাতেই রয়েছেন। তাই মোদী ভয় পাচ্ছেন।
অংশ নেন আরজেডি নেতা তেজস্বী যাদব, সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবও। বক্তব্য রেখেছেন সিপিআই(এম-এল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। 
নির্বাচনী বন্ডের তথ্য চেপে যেতে তৎপর থেকেছে মোদী সরকার। প্রায় সব দলের নেতারা সমাবেশে সমালোচনা করেছেন এই চেষ্টার। সতর্ক থাকতে বলেছেন ইভিএম নিয়েও। জনতাকে সচেতন করার ডাক দিয়েছেন ‘ইন্ডিয়া’ মঞ্চের নেতারা।

তেজস্বী বলেছেন, ‘‘নরেন্দ্র মোদী বা অমিত শাহের সঙ্গে আমাদের ব্যক্তিগত বিরোধ নেই। তাঁদের হারানোর জন্য আমরা এক মঞ্চে আসিনি। আমরা একজোট হয়েছি দেশকে ভাগাভাগি করার চিন্তাকে হারতে। যারা স্বাধীনতার লড়াই লড়েনি তারা অন্য সকলকে দেশদ্রোহী বলছে। আমরা তাদের মনে করিয়ে দিচ্ছি দেশের সবচেয়ে বড় শত্রু বেকারি। আমরা বেকারি খতম করতে চাই।’’

Comments :0

Login to leave a comment