কানপুরে ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ ২৩৩ রানে অল আউট হয়ে যাওয়ার পরে ব্যাট করতে নামে ভারত । টি টোয়েন্টির মেজাজেই ব্যাট করতে থাকে রোহিত, বিরাট, যস্বশীরা । মাত্র ১০ ওভারের মধ্যেই ২ উইকেট খুইয়ে তারা পার করে ১০০ রানের গণ্ডি। যস্বশী জয়সোয়াল করেন ৫১ বলে ৭২ রান । রোহিত করেন ১১ বলে ২৩ । ৩৫ বলে ৪৭ রান করে আউট হন বিরাট । তবে , এইদিন প্রশংসনীয় ছিল বাংলাদেশের বোলিং। ৪ টি উইকেট নেন হাসান মিরাজ। রোহিত , রাহুল , জাদেজা ও আর্শদ্বীপকে আউট করেন হাসান । শাকিব আল হাসান নেন তিনটি উইকেট । যার মধ্যে বিরাট ও পন্থের উইকেট সবচেয়ে মূল্যবান। ২৮৫ রানে ৯ উইকেট থাকা অবস্থায় ডিক্লেয়ার দেয় ভারত । দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ২ টি উইকেট হারায় বাংলাদেশ । অশ্বিন নেন দুটি উইকেট। প্রথমে জাকির হাসানকে এলবিডাব্লিউ এবং হাসান মাহমুদকে বোল্ড করেন অশ্বিন। বর্তমানে ২৬ রানে ২ টি উইকেট বাংলাদেশের। ক্রিজে রয়েছেন শাদামান ইসলাম ( ৪০ রান ) ও মোমিনুল হক ( ০ রান ) ।
INDIA BANGLADESH 2ND TEST
চতুর্থ দিনে ২৮৫ রানেই ডিক্লেয়ার ভারতের
×
Comments :0