সেপ্টেম্বরে ইন্টার কন্টিনেন্টাল কাপের জন্য ২৩ সদস্যের ভারতীয় দল ঘোষণা করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ( AIFF )।
দলে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ফুটবলারদের ছড়াছড়ি। তবে , জাতীয় দলে জায়গা পাননি মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথ।
একনজরে দেখে নেওয়া যাক ২৩ জনের স্কোয়াড -
গোলরক্ষক - গুরপ্রিত সিং সান্ধু, অমৃন্দর সিং , প্রভসুখন সিং গিল।
ডিফেন্ডার - নিখিল পুজারি, চিং লেনসিং সানা, শুভাশিস বসু, আশিস রাই, আনোয়ার, রোশন সিং , মেহতাব সিং , জয় গুপ্তা।
মিডফিল্ডার - সুরেশ , জিকসন, নন্দাকুমার , নাওরেম মহেশ , ইয়াসির মহম্মদ, অনুরুদ্ধ থাপা, সামাদ, আপুয়া , ললথাঙ্গ ও ছাংতে।
ফরোয়ার্ড - লিস্টন, মনবীর, কিয়ান ও এডমান্ড ।
মানালো মার্কেজের কোচিংয়ে প্রথম টুর্নামেন্ট দলের। নতুন কোচের তত্ত্বাবধানে এই টুর্নামেন্টটির দিকে নজর থাকবে সকলের। ভারতের প্রথম ম্যাচ সেপ্টেম্বরের ৩ তারিখে মরিশাসের বিরুদ্ধে হায়দরাবাদে। পরের ম্যাচ ৯ সেপ্টেম্বর সিরিয়ার বিরুদ্ধে ।
INDIAN FOOTBALL TEAM
মানালোর পরীক্ষা, ২৩ জনের দল ঘোষণা ভারতের
×
Comments :0