তামিলনাডুর কল্লাকুরিচি জেলায় বিষমদে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪। হাসপাতালে ভর্তি অন্তত ৬০ অসুস্থ।
নিষিদ্ধ ‘প্যাকেট আরক’ খেয়েই মৃত্যু বলে জানিয়েছে প্রশাসন। একাধিক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারও করেছে একজনকে। ২০০ লিটারেরও বেশি নিষিদ্ধ বিপজ্জনক মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। অনুমান মদে বিষাক্ত মিথানল রয়েছে।
মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কল্লাকুরুচির জেলাশাসক শ্রবণ কুমার জাটবথকে বদলি করা হয়েছে। পুলিশ সুপারকে সাসপেন্ড করা হয়েছে।
কল্লাকুরুচি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন বিষমদে অসুস্থরা। কয়েকজন পাঠানো হয়েছে পুদুচেরির ‘জিপমার’-এ।
HOOCH TRAGEDY TAMIL NADU
তামিলনাডুর বিষমদে মৃত বেড়ে ৩৪, বদলি জেলাশাসক-সুপার
×
Comments :0