বন্যা পরিস্থিতি মোকাবিলায় চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। প্রবল বৃষ্টি, ধস এবং বন্যার কারণে বিপর্যস্ত গোটা উত্তরবঙ্গ। দার্জিলিং, মিরিকের পরিস্থিতি ভয়াবহ। বহু বাড়ি ভেসে গিয়েছে বন্যায়। বিপর্যয় মোকাবিলা দলের পক্ষ থেকে ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু জরা হয়েছে। ১০ জনের মৃত্যু হয়েছে বলে বিপর্যয় মোকাবিলা দলের পক্ষ থেকে জানানো হয়েছে। বহু মানুষ নিখোঁজ। পর্যটকদের হোটেলেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
সিকিমে হড়পাবানের কারণে ফুঁসছে উত্তরবঙ্গের একাধিক নদী। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামীকাল উত্তরবঙ্গের অন্যান্য জেলা গুলোয় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে রবিবার বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামীকাল থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা।
Helpline number of Tourism Deptt at Mainak (WBTDCL) - 0353-2513986
HHTDN helpline number - +91 91444 33310
Helpline number at BBD bagh - 1800 212 1655
Siliguri Police Control Room
0353-2662010.
0353-2662210
7872707733
7001310127
9147889607.
Comments :0