ওয়াংখেড়েতে ভারত নিউজিল্যান্ড তৃতীয় টেস্টেও হার ভারতের। মোট তিনটি টেস্ট ম্যাচ জিতে ভারতের মাটিতে ভারতকে হোয়াইট ওয়াশ করলেন কেন উইলিয়ামসরা। দ্বিতীয় ইনিংসে ভারতের টার্গেট ছিল মাত্র ১৪৭ রানের । কিন্তু এই লক্ষ্যপূরণেও ব্যর্থ হলেন রোহিতরা। ১২১ রানেই অলআউট হয়ে যায় ভারত। ২৫ রানে জিতল নিউজিল্যান্ড।
একমাত্র ঋষভ পন্থ ছাড়া ( ৬৪ রান ) আর কেউই সেইভাবে নজর কাড়তে পারলেননা। যস্বশি জয়সোয়াল ( ৫ রান ) , রোহিত ( ১১ রান ) , শুবমান গিল ( ১ রান ) , বিরাট ( ১ রান ) , জাদেজা (৬ রান ) করে আউট হলেন ভারতের সেরা ব্যাটিং লাইনআপ। আজাজ প্যাটেল মোট ৫ টি উইকেট নেন নিউজিল্যান্ডের হয়ে। বিরাট, ঋষভ, শাদাব, জাদেজা ও ওয়াশিংটনের উইকেট নেন আজাজ। বেশ কয়েকবছর পর দেশের মাটিতে এইভাবে মুখ থুবড়ে পড়ল ভারত । প্রশ্ন উঠছে রোহিতের ক্যাপ্টেন্সি ও গম্ভীরের কোচিং নিয়েও। এইবার হয়তো ভারতীয় দলে বদলের সম্ভাবনা রয়েছে প্রবল।
Comments :0