ISRAEL PALESTINE CONFLICT

ইজরায়েল হামাস চারদিনের যুদ্ধবিরতি শুরু

আন্তর্জাতিক

ইজরায়েল ও হামাস শুক্রবার চার দিনের যুদ্ধবিরতি শুরু করেছে এবং ১৩ জন ইজরায়েলি নারী ও শিশু পনবন্দীকে আজ মুক্তি দেওয়া হবে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, গাজার আল-শিফা হাসপাতালও ইজরায়েলি বোমা হামলার লক্ষ্যবস্তুর মধ্যে অন্যতম।
গাজায় কয়েক সপ্তাহ ধরে ইজরায়েলি বিমান হামলা এবং স্থল আক্রমণে ১১ হাজারেরও বেশি প্যালেস্তিনীয় নিহত হয়েছে বলে হামাস নিয়ন্ত্রিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। মন্ত্রক আরও জানিয়েছে, স্বাস্থ্য ব্যবস্থার একটি বড় অংশ ভেঙে পড়ায় ১১ নভেম্বর পর্যন্ত তারা মৃতদেহ গণনা করার জায়গাতে নেই।
গত ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধের প্রায় সাত সপ্তাহ পর শুক্রবার ভোরে প্রথম বিরতি শুরু হয়। নয় ঘণ্টা পর ইজরায়েল থেকে আটক এবং গাজায় হামাসের হাতে আটক ১৩ জন পনবন্দীর প্রথম দলটিকে মুক্তি দেওয়া হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

Comments :0

Login to leave a comment