KOHLI BIRTHDAY CELEBRATION

লাল বলের ম্যুরালে বিরাটকে জন্মদিনের শুভেচ্ছা

খেলা

VIRAT KOHLI

মুম্বইতে ৫হাজার লাল বল দিয়ে বিরাট কোহলির ম্যুরাল তৈরি করলেন তাঁর ভক্তরা। শনিবার মুম্বাইয়ের কার্টার রোড অ্যাম্ফিথিয়েটারে এই নির্মাণের নেতৃত্ব দেন ম্যুরাল শিল্পী গুরসীত সিং। 
শনিবার সকাল আটটা থেকে বিরাটের এই ভাস্কর্য তৈরির কাজ শুরু করেন তাঁর ভক্তরা। টানা নয় ঘন্টার পরিশ্রমে ফুটে ওঠে ‘কিং’ কোহলির মুখ। এদিন বিরাট ভক্তদের উৎসাহ যোগাতে উপস্থিত ছিলেন বিরাটের ছোট বেলার কোচ রাজকুমার শর্মা। বিরাটের জন্মদিন উদযাপন করতে কার্টার রোড অ্যাম্ফিথিয়েটারে ছোটখাটো একটি কার্নিভাল গড়ে তুলেছেন তাঁর ভক্তরা। ভারতীয় ব্যাটিং লাইন আপের অন্যতম স্তম্ভের ভক্তরা জানাচ্ছেন, ১১ নভেম্বর পর্যন্ত বিরাটের জন্মদিন পালন করবেন তাঁরা।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন