NDA

সরকার গঠনের আগেই শরিকি চ্যালেঞ্জের মুখে বিজেপি

জাতীয়

সংখ্যাগরিষ্ঠতা না থাকায় জেডিইউ এবং টিডিপি’র ওপর নির্ভর করতে হবে বিজেপিকে। জোট সরকার গঠন করার আগেই এবার জেডিইউ’র কাছ থেকে কড়া চ্যালেঞ্জের মুখোমুখি বিজেপি। বৃহস্পতিবার সেই জোট বিবাদের লক্ষণগুলি ফুটে ওঠে সহযোগী জেডিইউ’র কথা থেকে। নীতীশ কুমারের জেডি (ইউ) বলেছে যে তারা সেনাবাহিনীর জন্য অগ্নিপথ নিয়োগ প্রকল্প পুনর্বিবেচনার দাবি জানাবে। জেডিইউ নেতা কেসি ত্যাগী বলেন, অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল, যা নির্বাচনের সময় দেখা গেছে।
তিনি বলেন, ‘‘অগ্নিপথ প্রকল্প পর্যালোচনা করা দরকার। এই প্রকল্পের প্রচুর বিরোধিতা হয়েছিল এবং এর প্রভাব নির্বাচনেও দেখা গিয়েছিল,’’ কেসি ত্যাগী বলেছেন।
তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে কোনো বিবাদে জড়াব না। যখন অগ্নিপথ প্রকল্প চালু হয়, তখন সশস্ত্র বাহিনীর একটা বড় অংশের মধ্যে অসন্তোষ ছিল। তাদের পরিবারও নির্বাচনের সময় বিক্ষোভ করেছে। তাই এ নিয়ে আলোচনা হওয়া দরকার,’ বলে মন্তব্য করেন বিহারের এই প্রবীণ নেতা।
যদিও, এখনও পর্যন্ত এই বিষয়ে বিজেপি’র তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

Comments :0

Login to leave a comment