KOLKATA METRO LAST TRAIN

রাতের বিশেষ ট্রেনের সময় এগিয়ে আনছে মেট্রো

কলকাতা

রাতের বিশেষ মেট্রো ছাড়া হবে রাত ১০.৪০ মিনিটে। কবি সুভাষ ও দক্ষিণেশ্বর, দুই স্টেশন থেকেই এই সময়ে ছাড়বে ট্রেন। গত ২৪ মে থেকে রাত ১১টায় দুই স্টেশন থেকেই বিশেষ মেট্রো চালু হয়েছিল ব্লু লাইনে। ২৪ জুন, সোমবার, থেকে কুড়ি মিনিট করে সময় এগিয়ে আনা হবে দু’প্রান্ত থেকেই।
গত ২৪ মে থেকে পরীক্ষামূলকভাবে বিশেষ ট্রেন চালানো শুরু করেছিল মেট্রো রেল। কলকাতা মেট্রো রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানাচ্ছেন, রাত এগারোটার ট্রেনে ভিড় হচ্ছে না। সেই কারণে পরীক্ষামূলকভাবেই কুড়ি মিনিট এগিয়ে আনা হচ্ছে। 

 
বেশি রাতে যাতায়াতের জন্য সোম থেকে শুক্রবার, এই বিশেষ পরিষেবা চালু করেছে মেট্রো। ভিড় হচ্ছে না। মিত্র বলেছেন, ‘‘আড়াই থেকে তিন লক্ষ টাকা খরচ রয়েছে। অন্যান্য খরচও প্রায় ৫০ হাজার টাকা। কিন্তু আয় খুব নগন্য। ভিড় হচ্ছে না। স্টেশনের কাউন্টার থেকে গড়ে একটি বা দু’টি টোকেন বিক্রি হচ্ছে। 
তবে নতুন ব্যবস্থায় টিকিট কাউন্টার খোলা থাকবে না। স্মার্ট কার্ড থাকলে যাতায়াত করা যাবে। টোকেন নেওয়া যাবে স্টেশনে থাকা যন্ত্র এএসসিআরএম থেকে।

Comments :0

Login to leave a comment