NEET 2024

কোটায় আত্মহত্যা NEET-UG 2024 ফলাফলের কারণে হয়নি: সুপ্রিম কোর্ট

জাতীয়

সুপ্রিম কোর্ট শুক্রবার বলেছে যে কোটায় আত্মহত্যা NEET-UG 2024 ফলাফলের কারণে হয়নি এবং পরীক্ষায় অনিয়মের অভিযোগে সিবিআই তদন্তের জন্য আবেদনকারীদের এই জাতীয় স্পর্শকাতর যুক্তি দেওয়া উচিত নয়।
বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার অবকাশকালীন বেঞ্চ আবেদনকারীদের এক আইনজীবীর বক্তব্যের বিরোধিতা করে বলেন, কোটার কোচিং সেন্টারের পড়ুয়ারা আত্মহত্যা করছে।
বেঞ্চ আরও বলেছে যে তারা NEET কাউন্সেলিংয়ে স্থগিতাদেশ দেবে না।
কোটায় আত্মহত্যার ঘটনা NEET-UG 2024 ফলাফলের কারণে হয়নি বলে মন্তব্য করে বিচারপতি নাথ আইনজীবীকে বলেন, ‘‘এখানে অপ্রয়োজনীয় স্পর্শকাতর  তর্ক করবেন না।

পরে সিবিআই তদন্তের আবেদনের প্রেক্ষিতে নোটিসও জারি করে বেঞ্চ। ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে (এনটিএ)-কে দু’সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হলেও, অন্য উত্তরদাতাদের (কেন্দ্র) ৮ জুলাই পর্যন্ত পরবর্তী শুনানির দিন পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

Comments :0

Login to leave a comment