LEFT FRONT RALLY KOLKATA

কলকাতায় মিছিল বামফ্রন্টের

রাজ্য কলকাতা

শনিবার ধর্মতলা থেকে পার্ক সার্কাস অভিমুখে বামফ্রন্টের মিছিল। ছবি: সৌরভ গোস্বামী

বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির প্রার্থীদের জয়ী করার আহ্বানে শুরু হলো বামফ্রন্টের মিছিল। রাজ্য বামফ্রন্টের ডাকে শনিবার বিকেলে ধর্মতলা থেকে পার্ক সার্কাস যাচ্ছে এই মিছিল।
রাজ্যের ১৬টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। তৃণমূল এবং বিজেপি, এই দুই শক্তির বিরুদ্ধে লড়তে আগ্রহী এমন দলগুলির সঙ্গে চলছে আলোচনা। 
এদিন মিছিলে স্লোগান ‘বাংলা বাঁচাও-দেশ বাঁচাও’। জনতার কাছে বামফ্রন্টের  আহ্বান- গণতন্ত্র, নাগরিক স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা রক্ষা করুন। দুর্নীতি-লুঠতরাজ ঠেকাতে রায় দিন। সংসদে জনতার আওয়াজ জোরালো করতে জয়ী করুন বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির প্রার্থীদের। 
বামফ্রন্টের আহ্বান- সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইনের নামে বিভাজনের রাজনীতি বন্ধ করতে হবে। অসাংবিধানিক নির্বাচনী বন্ডের মাধ্যমে বেআইনি টাকা লেনদেন গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। এই টাকা বাজেয়াপ্ত করতে হবে। 
শনিবার ধর্মতলা লেনিন মূর্তির থেকে শুরু হয় মিছিল। রয়েছেন বামফ্রন্টের নেতৃবৃন্দ।

Comments :0

Login to leave a comment