Dhaka Left Rally

ঢাকায় নারী নিপীড়ন বিরোধী সমাবেশ বামপন্থীদের, স্থগিত গণমিছিল

আন্তর্জাতিক

ঢাকায় বামপন্থী ছাত্র, সংস্কৃতি কর্মী সহ বিভিন্ন সংগঠনের ডাকে জমায়েত লাগাতার নারী নির্যাতনের প্রতিবাদে।

মীর আফরোজ জামান: ঢাকা

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ধর্ষণের বিচারসহ সাত দাবিতে বামপন্থী একাধিক সংগঠনের গণমিছিল স্থগিত করা হয়েছে। 
শনিবার বেলা সাড়ে ১১টার পরে ঢাকায় শহীদ মিনারের পাদদেশে সমাবেশ শুরু হয়ে দুপুর সোয়া ১২টার দিকে শেষ হয়। 
হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের দাবিতে এদিন দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বামপন্থী ছাত্র, শ্রমিক, সাংস্কৃতিক সংগঠনগুলোর গণমিছিল করার কথা ছিল। গণমিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরের চত্বর ঘুরে টিএসসিতে শেষ করার কথা ছিল। 
মাগুরার কিশোরী নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশের বহু জায়গায় বিক্ষোভ হয়েছে। বিভিন্ন অংশ আবার সেই বিক্ষোভ ভণ্ডুল করতেও তৎপর রয়েছে। 
এর আগে শুক্রবার রাতে ফেসবুকে কর্মসূচির কথা জানিয়ে যুক্ত হবার আহ্বান জানান বাংলাদেশ স্টুডেন্টস ইউনিয়নের প্রাক্তন সভাপতি লাকী আক্তার। 
মুখ্যত ইউনুস সরকারের পক্ষে রয়েছে এমন বিভিন্ন অংশ এরপর থেকেই হুমকি দিতে নামে বলে অভিযোগ। নারীর নির্যাতন, ধর্ষণ এবং নারী বিদ্বেষী কার্যকলাপের পিছনে উগ্র ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তিকে দায়ী করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিও। ইউনুস সরকারের নিষ্ক্রিয়তায় প্রশ্নও তুলেছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দপ্তর ঘেরাওয়েরও হুমকি দেওয়া হয়েছে সোশাল মিডিয়ায়। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স দুপুরে বলেন যে মাগুরার কিশোরীর ওপর নির্যাতনের প্রতিবাদে আমরা শোকদিবস পালনের ডাক দিয়েছি সারা দেশে। এই কর্মসূচি পালিত হবে। 
সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, আমাদের এই সমাবেশকে কেন্দ্র করে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছে। আমাদেরকে গতকাল থেকে গোয়েন্দা সংস্থা থেকে বারবার করে ফোন দিয়ে বলা হয়েছে, আমরা যেন এ কর্মসূচি পালন সংক্ষেপ করি এবং পালন না করি। আমরা বলতে চাই, হামলা-মামলার ভয় দেখিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। 
তিনি বলেন, অবিলম্বে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার করতে হবে, অবিলম্বে মোট হিংসায় যাঁরা নিহত হয়েছেন, তাদের অপরাধীদের বিচার করতে হবে। আওয়ামি লিগ থেকে এই অন্তর্বর্তী সরকার, যে যে হত্যাকাণ্ড, ধর্ষণ হয়েছে, তার যথাযথ বিচার করতে হবে।
তিনিই গণমিছিল স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করেন। সমাবেশে আরও বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট একাংশের সভাপতি মুক্তা বাড়ৈ, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
এদিকে বামপন্থীদের কর্মসূচিকে হুমকি দিয়ে শাহবাগে পালটা জমায়েত করে ‘ইনকিলাব মঞ্চ’। বামপন্থীদের লক্ষ্য করেই হুঁশিয়ারি দিতে থাকে এই জমায়েত। বেলা সাড়ে ১২ টার দিকে তারা পদযাত্রা নিয়ে শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হয়। তবে গণমিছিল প্রত্যাহার হওয়ায় ফের শাহবাগে ফিরে আসে।

Comments :0

Login to leave a comment