“ভোটকে কেন্দ্র করে হিন্দু মুসলমানে ভাগের চেষ্টা হচ্ছে। কিন্তু বাংলার মানুষ চাইছেন তৃণমূল আর বিজেপি’র চোরদের তাড়াতে।”
বুধবার আমডাঙার আওয়ালসিদ্ধি ও টিটাগড়ে দুটি পৃথক সমাবেশে একথা বলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিন তিনি কংগ্রেস সমর্থিত সিপিআই(এম) প্রার্থী দেবদূত ঘোষের সমর্থনে উভয় সমাবেশে বক্তব্য রাখেন।
সেলিম বলেন , “এবার মানুষ সন্ত্রাসকে হারিয়ে ভোট দিচ্ছেন। বাম- কংগ্রেসের প্রতি সমর্থন বাড়ছে। ৪ দফা ভোটের পর বিজেপি’র চারশো পারের স্লোগান আর শোনা যাচ্ছ না। একইভাবে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। তাই নীতিগতভাবে বিজেপি’র দিকে সরে যাচ্ছে।”
সেলিম বলেন, “এই চোরদের দেশ এবং রাজ্য থেকে তাড়াতে দিকে দিকে বাম-কংগ্রেস কর্মীরা জানকবুল লড়াই চালিয়ে যাচ্ছেন।”
এদিন আমডাঙার মঞ্চ থেকে মাদ্রাসার আলিম পরীক্ষায় চতুর্থ মহম্মদ আব্দুল হাইকে সংবর্ধনা দেন মহম্মদ সেলিম।
আমডাঙায় বক্তব্য রাখেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য গার্গী চাটার্জি, আহমদ আলি খান, ফরওয়ার্ড ব্লকের নজরুল ইসলাম, জাতীয় কংগ্রেসের নেত্রী পূজা রায়চৌধুরী, নীলাভ ব্যানার্জি, বারাকপুরের প্রার্থী দেবদূত ঘোষ। সভাপতি ছিলেন সাহারাব মন্ডল।
এদিন অপর সমাবেশটি হয় টিটাগড় থানার উল্টোদিকে বিটি রোডের ওপরে। সমাবেশে মহম্মদ সেলিম ছাড়াও বক্তব্য রাখেন মহম্মদ সেলিম ছাড়াও পার্টি নেত্রী গার্গি চাটার্জি, পীর মহম্মদ সি পি আই’র ইয়াকত আলি, জাতীয় কংগ্রেসের সৌম্য আইচ, অশোক ভট্টাচার্য ও বারাকপুর লোকসভার প্রার্থী দেবদূত ঘোষ। সভাপতি ছিলেন অভ্র দে। এদিনের উভয় সমাবেশে ভাল জমায়েত হয়।
Md Salim at Barrackpore
দুই চোর তাড়াতে লড়ছে বাম-কংগ্রেস, বারাকপুরে সেলিম
×
Comments :0