Palestine Final Ahmedabad

প্যালেস্তাইনের মুক্তির বার্তায় ফাইনালের মাঠে দর্শক

জাতীয় খেলা

বিরাট কোহলির কাছে সেই দর্শক।

ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মাঠে নেমে এল প্যালেস্তাইনের ওপর হামলার প্রতিবাদ। ‘ফ্রি প্যালেস্তাইন’ লেখা গেঞ্জি পরা এক দর্শক চলে এলেন বিরাট কোহলির একেবারে কাছে।
তখনও বিরাট ক্রিজে। প্যালেস্তাইনের সমর্থনে দর্শক মাঠে ঢুকে পড়ায় খেলা বন্ধ হয়ে যায় কিছুক্ষণ।
‘প্যালেস্তাইনকে মুক্ত করো’ বা ফ্রি প্যালেস্তাইন’ স্লোগান নানা ভাষায় বিশ্বের দেশে দেশে বহু প্রতিবাদের মুখ্য বার্তা হয়ে উঠেছে। বিশেষ করে গাজার হাসপাতালের ভেতর ইজরায়েলের বোমাবর্ষণ এবং তারপর সামরিক বাহিনীর গুলি চালানোর বিরুদ্ধে বিশ্ব জনমত সোচ্চার। রাষ্ট্রসঙ্ঘেও বেশিরভাগ দেশের সমর্থনে পাশ হয়েছে যুদ্ধবিরতির প্রস্তাব। 
আমেদাবাদে নরেন্দ্র মোদীর নামে স্টেডিয়ামে রবিবার চলছে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। কেন্দ্রে নরেন্দ্র কোদীর নেতৃত্বাধীন সরকারি সম্প্রতি নিরীহ নাগরিকদের হত্যার নিন্দা করলেও যুদ্ধবিরতির দাবি জানায়নি। সেই স্টেডিয়ামেই এমন কাণ্ড।
ওই দর্শককে যদিও কিছু পরেই সুরক্ষাকর্মীরা ধরে মাঠের বাইরে নিয়ে গেলে শুরু হয় খেলা।  

Comments :0

Login to leave a comment