Task Force in Siliguri

টাস্ক ফোর্সের অভিযান লোক দেখানো, দাবি শিলিগুড়ি বাসীর

জেলা

ভোট মিটতেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। কাঁচা সবজি থেকে তেল, ডাল, ভোজ্যপণ্য থেকে মাছ, মাংসের দাম গরিব ও মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। বিভিন্ন ব্রাণ্ডের প্যাকেটজাত খাদ্যপণ্যের দামেরও কোনও নিয়ন্ত্রণ নেই। কাঁচা সবজির দামও অনেকটাই বেড়ে গিয়েছে। পেঁয়াজ, আলু, ভেন্ডি, করলা, বেগুন থেকে শুরু করে মশলাপাতি, আদা, রসুন, লঙ্কার দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। 
রাজ্য সরকার টাস্কফোর্স নিয়ে বৈঠক করে ঘোষণা করেছিল বাজারগুলিতে নিয়মিত নজরদারি চালাবে এবং নির্দিষ্ট দামে জিনিসপত্র বিক্রির ব্যবস্থা করবে রাজ্য সরকার। সরকারী নির্দেশিকার পরও ব্যপকহারে বেড়েছে সবজি ও খাদ্যপণ্যের দাম।
বৃহস্পতিবারের পর শুক্রবার সকালে শিলিগুড়ির বিভিন্ন বাজারগুলিতে টাস্ক ফোর্সের অভিযান চললেও, এখনও পর্যন্ত বাজারদরের কোনরূপ হেরফের হয়নি। খুচরো বাজারে শাক সবজি কিনতে গিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। দ্বিগুন দামে খোলা বাজারে বিক্রি হচ্ছে। কোন কোন বাজারে দ্বিগুন দামের বেশীও নেওয়া হচ্ছে। স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানই সার বলেছেন সাধারণ মানুষ।
শিলিগুড়ির বাজারগুলিতে সবজির দাম ক্রমশ বেড়েই চলেছে। শাক সবজির বাজার বর্তমানে অবাধ লুটের ক্ষেত্রে পরিণত হয়েছে। শিলিগুড়িতে বিধানমার্কেট, চম্পাসারি, ফ্লাইওভার বাজার, প্রধান নগর, ঝঙ্কারমোড় প্রভৃতি বাজারে শাক সবজির এক এক রকম দর। শাকসবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ নাজেহাল হলেও সরকারী স্তরে কোন পদক্ষেপ না থাকায় মানুষের মধ্যে বরাবরই ক্ষোভ রয়েছে। বর্ষার এই সময়ে শাকসবজির দাম একলাফে অনেকটাই বাড়িয়ে দেওয়ায় সাধারণের পকেটে টান পড়েছে। সম্প্রতি সবজির মূল্য বৃদ্ধির কারণ জানতে রাজ্যের সমস্ত বাজারগুলিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে বিশেষ অভিযানে নেমেছে স্পেশাল টাস্ক ফোর্স। শিলিগুড়ির বাজারগুলিতেও অভিযান চলছে। 
এদিন সকালেও শিলিগুড়ি বাগরাকোট পাইকারি বাজার, সুভাষপল্লী, ঘোগোমালি সহ বিভিন্ন বাজারে অভিযান চলে। প্রতিটি বাজারে গিয়েই স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকেরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন প্রতিটি সবজির দামই উর্ধমুখী। পাইকারি বাজারের যে মূল্য রয়েছে তার অনেকটা বেশী দামেই সবজি বিক্রি করা হচ্ছে। যারা চড়া দামে সবজি বিক্রেতাদের নাম ও ফোন নম্বর নথিভুক্তও করা হয়। বাজারগুলির ব্যবসায়ীদের বাজার দর বেধে দেওয়া হয়েছে। বাজার দর অনুযায়ী ব্যবসা না করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবার কথাও জানান অভিযান চলাকালীন জানান আধিকরিকেরা। 
সাধারণ মানুষের অভিযোগ, মনিটারিং চলাকালীন ব্যবসায়ীরা সবজির দাম অনেক কম বললেও, চড়া দামে প্রতিটি সবজি বিক্রি করছে ব্যবসায়ীরা। শিলিগুড়ির বাজারগুলিতে বর্তমান সময়ে টমেটো বিক্রি করা হচ্ছে কেজি প্রতি ৮০ থেকে ১০০টাকা। যদিও বাজার ব্যবসায়ীরা বলছেন তারা কেজি প্রতি ৬০টাকা নিচ্ছেন। এদিন অভিযান চলাকালীন স্পেশাল টাক্স ফোর্সের আধিকারিকদের সামনেও বিষয়টি আসে। আধিকারিকরা জানান, কোনভাবেই টমেটোর দাম ১০০ টাকা কেজি বিক্রি করা যাবে না। কারণ হোলসেল বাজারে কেজি প্রতি টমেটোর দাম ৫০ থেকে ৫৫টাকা। সাধারণ মানুষের কাছে এই সবজি ৬৫ থেক ৭০টাকায় আসা উচিৎ।   
সারা বছর তো টাক্স ফোর্সের কোনরকম নজরদারি চোখেই পড়ে না। টাস্ক ফোর্সের অভিযান চলাকালীনও শহরের বাজারগুলিতে দরদামের নিয়ন্ত্রণ না হওয়ায় লোকদেখানো অভিযান বলে এদিন দাবি করেন শিলিগুড়িবাসী। এই টাস্ক ফোর্সের অভিযান ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে।

Comments :0

Login to leave a comment