Uttar Dinajpur

শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ ইসলামপুরে

জেলা

Uttar Dinajpur


পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল এক কিশোরের বিরুদ্ধে। ঘটনা আশঙ্কাজনক অবস্থা ওই শিশু কন্যাকে চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত  কিশোরকে মারধর করে পুলিশের হাতে তুলে দে স্থানীরা। ঘটনা এলাকা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি  ইসলামপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায়।
স্থানী সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকালে মহম্মদ ফিরদৌস নামে এক কিশোর ওই শিশু কন্যাকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে পাশের বাড়ির ছাদে নিয়ে যা। তারপর তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে ওই শিশু কন্যাকে রক্তাক্ত অবস্থা বাড়ির সামনে ফেলে চম্পট দে অভিযুক্ত কিশোর। ওই শিশু কন্যার কান্নার শব্দে ছুটে আসে তার মা। শিশুটিকে রক্তাক্ত অবস্থা দেখতে পান তিনি। এরপর সমস্ত ঘটনা জানার পর আশঙ্কাজনক অবস্থা ওই শিশু কন্যাকে চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে অভিযুক্ত কিশোরকে মারধর করে পুলিশের হাতে তুলে দে স্থানীরা। ঘটনা অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে ইসলামপুর থানা লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা শিশুটির পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

Comments :0

Login to leave a comment