SURYA MISHRA

লক্ষ্যের দিকে এগতে চাই দায়িত্ববোধ: স্মরণসভায় মিশ্র

রাজ্য জেলা

শনিবার পুরুলিয়া রবীন্দ্র ভবনে কমরেড সীতারাম ইয়েচুরি এবং কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভায় সূর্য মিশ্র।

স্মরণ সভা মানে শিক্ষা গ্রহণ ,স্মরণসভা মানে লক্ষ্য পূরণের দিকে আদর্শকে ভিত্তি করে এগিয়ে যাওয়া। তাঁর নীতিকে আয়ত্ত্ব করে আমাদের এগিয়ে যেতে হবে। তার জন্য সবার আগে দরকার নিজের দায়িত্ববোধ সম্পর্কে ওয়াকিবহাল  হওয়া। 
শনিবার পুরুলিয়া রবীন্দ্র ভবনে কমরেড সীতারাম ইয়েচুরি এবং কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভায় একথা বলেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য সূর্য মিশ্র। 
অনুষ্ঠানের শুরুতে দুই প্রয়াত নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র, কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র, রাজ্য কমিটির সদস্য তথা জেলা সম্পাদক প্রদীপ রায় সহ সিপিআই(এম) জেলা নেতৃবৃন্দ। ছিলেন জেলা বামফ্রন্ট নেতৃবৃন্দও। 
শোক প্রস্তাব পেশ করে প্রদীপ রায় বলেন যে রবীন্দ্রভবনে হচ্ছে স্মরণসভা। এই প্রেক্ষাগৃহ গড়ে তোলার জন্য নিজের সাংসদ তহবিল থেকে অর্থ দিয়েছিলেন সীতারাম ইয়েচুরি। 
সূর্যকান্ত মিশ্র বলেন, খুব অল্প সময়ে দু’জনকে হারিয়েছি। দু’জনই ছিলেন ভরসার অন্যতম জায়গা। কমরেড ইয়েচুরি দেখিয়েছিলেন যে কিভাবে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। রাজনৈতি স্তরেও তাঁর অসাধারণ গ্রহণযোগ্যতা ছিল। ভারত ভাগের যে রাজনীতি চলছে, ইতিহাস কৃষ্টি সাহিত্য সংস্কৃতি বিপন্ন হয়ে উঠেছে, সেই সময় সীতারাম ইয়েচুরি বিজেপি-বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় আনতে সমর্থ হয়েছিলেন। 
মিশ্র বলেন, নেতা কখনো আকাশ থেকে নেমে আসে না। নেতা মাটি থেকেই তৈরি হয়। যার উদাহরণ কমরেড সীতারাম ইয়েচুরি। 
কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে স্মরণ করে তিনি বলেন, অনেক অন্যায় সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। তবুও তিনি বলে গিয়েছেন যে লড়তে হবে, লড়াই করে জিততে হবে। তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়তেই হবে। 
মিশ্র বলেন, জরুরি অবস্থার থেকেও দেশের বর্তমান অবস্থা খারাপ। মানুষের হাতে কাজ নেই। কাজের সন্ধানে এ রাজ্যের বেকার ছেলেমেয়েরা অন্যত্র চলে যাচ্ছে। এ কারণেই বামফ্রন্ট সরকার চেয়েছিল শিল্পায়ন হোক। বুদ্ধদেব ভট্টাচার্যের বৈশিষ্ট্য ছিল যে তিনি যেটা  ঠিক মনে করতেন তার জন্য শেষ পর্যন্ত লড়াই জারি রাখতেন। 
মিশ্র বলেন, শিল্পায়নকে কিভাবে পিছিয়ে দেওয়া হয়েছিল এখন তামাম মানুষ বুঝতে পারছেন। 
অমিয় পাত্র বলেন এই দুই মৃত্যুর জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। তিনি বলেন, সীতারাম ইয়েচুরি বৈভব ছেড়ে কমিউনিস্ট পার্টির আদর্শে দীক্ষিত হয়েছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য প্রসঙ্গে তিনি বলেন, স্বচ্ছতা এবং সততার প্রশ্নে অনুকরণীয় নজির গড়েছেন তিনি নিজের জীবনে। 
প্রয়াত দুই নেতার দেখানো পথে তিনি সকলকে এগিয়ে চলার আহ্বান জানান।

Comments :0

Login to leave a comment