MURSHIDABAD

মুর্শিদাবাদে বাবা-ছেলে খুনে গ্রেপ্তার ২

রাজ্য জেলা

মুর্শিদাবাদে হিংসায় নিহত বাবা ও ছেলের হত্যায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করলো পুলিশ। ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষ তদন্তকারী দল(সিট)। একজনকে গ্রেপ্তার করা হয় বীরভূম থেকে আরও এক জনকে গ্রেপ্তার করা হয়েছে সুতি থানা এলাকার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়। রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার সংবাদমাধ্যমকে এই গ্রেপ্তারির কথা জানিয়েছেন।

গত শুক্রবার ওয়াকফ বিলকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়। সামশেরগঞ্জের জাফরাবাদে হরগোবিন্দ দাস ও চন্দন দাস খুন হন। সম্পর্কে তাঁরা বাবা ও ছেলে। হরগোবিন্দ দাস সিপিআই(এম) কর্মীও। ঘটনার দিন উত্তেজনা মেটাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরে তাঁকে ও তাঁর পুত্র চন্দন দাসকে খুন করা হয়। সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, মুর্শিদাবাদের হিংসায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন।" এছাড়াও পুলিশের গুলিতে মৃত্যু হয় ইজাজ আহমেদের। এই দুই পরিবারের সন্তানদের শিক্ষার সমস্ত খরচের দায়িত্ব নিয়েছে সিপিআই(এম)। সেলিম রাজ্যের মানুষের কাছে আর্থিক সহায়তার জন্য আরজি করেছেন।

রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার জানিয়েছেন, "স্থানীয় সিসিটিভি ফুটেজ দেখে আমরা কয়েকজনকে চিহ্নিত করেছিলেন।রাতভর অভিযান চালানো হয় সিটের তরফে। আমরা এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছি।"
মুর্শিদাবাদ অশান্তিতে এখনও পর্যন্ত মোট ২২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১০৯৩ টি ফেসবুক একাউন্ট ডিলিট করা হয়েছে প্রশাসনের তরফে। গুজব ছড়ানোর অভিযোগেই এই একাউন্ট গুলি ডিলিট করে দেওয়া হয়েছে

Comments :0

Login to leave a comment