indian premier league

করুন নায়ারের প্রত্যাবর্তন

খেলা

DC vs MI

রবিবার আইপিএলের ম্যাচে মুম্বইয়ের কাছে দিল্লি হেরে গেলেও করুন নায়ারের পারফরমেন্স সকলের নজর কেড়েছে। ৪০বলে ৮৯রান করেছেন করুন। ২০২২ এর পর আবারো দিল্লির জার্সিতে অর্ধশতরান করলেন করুন। এর আগে প্রায় ২৫২০দিন আগে অর্ধশতরান করেছিলেন তিনি। ২০১৮সালে পাঞ্জাবের হয়ে শেষবার করেছিলেন অর্ধশতরান।২০১৯ এ মাত্র একটি, ২০২০তে ৪টি এবং ২০২২এ মাত্র ৩টি ম্যাচ খেলেছিলেন করুন। মুম্বইয়ের বিরুদ্ধে করুন নায়কোচিত পারফরম্যান্স করেও ১২রানে হেরে যায় দিল্লি ক্যাপিটালস।

 

Comments :0

Login to leave a comment