ভাঙড়ে বেআইনি জমায়েত, সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ প্রভৃতি ঘটনায় উত্তর কাশীপুর, ভাঙড়, পোলেরআইট থানায় মোট ৩টি মামলা রুজু হয়েছে। সেই ৩ মামলায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সোমবার আইএসএফ’র ঘোষিত কর্মসূচি ছিল কলকাতায়। সেখানে যোগ দিতে হাড়োয়া, মিনাখাঁ, বসিরহাট থেকে আইএসএফ কর্মীরা কলকাতায় যাওয়ার পথে বাসন্তী হাইওয়েতে কলকাতা পুলিশ তাঁদের আটকায়। ভোজেরহাট পেরিয়ে বৈরামপুরে বাসন্তী হাইওয়ের ওপর ব্যারিকেড করে পুলিশ। আইএসএফ কর্মীদের কলকাতায় যেতে দেওয়া হবে না আইনশৃঙ্খলার কারণে, তা জানায় পুলিশ। একের পর এক গাড়ি আটকে দেওয়া হয়। কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে বাসন্তী হাইওয়ে। সাধারণ যাত্রী, বাস, গাড়ি সব আটকে যায়, দীর্ঘ রাস্তা জুড়ে যানজট। পুলিশের সঙ্গে ততক্ষণে আইএসএফ কর্মীদের বচসা শুরু হয় হয়ে যায়। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে রাস্তা অবরোধ শুরু করেন আইএসএফ কর্মীরা।
ভাঙড়ের পাগলাহাট, মহিরামপুরে বাসন্তী হাইওয়েতে পথ অবরোধ করে অবস্থান বিক্ষোভ দেখান তাঁরা। কিছুক্ষণের মধ্যে পুলিশ লাঠিচার্জ শুরু করে। মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় গোটা চত্বর। নির্বিচারে, বিনা প্ররোচনায় চলে লাঠিচার্জ। একাধিক আহত হন। ছত্রভঙ্গ হয়ে যায় জমায়েত। বিক্ষোভ উত্তেজনা ছড়িয়ে পড়ে ভাঙড়ের বিভিন্ন জায়গায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ টহলদারি শুরু হয়, চলে ধরপাকড়।
রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড়। পুলিশের গাড়ি সহ সেখানে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। জ্বালিয়ে দেওয়া হয়। পুলিশের অন্তত পাঁচটি বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। ইট মেরে ভাঙা হয়েছে কলকাতা পুলিশের গাড়ির কাচ। ভাঙচুর চালানো হয়েছে পুলিশের প্রিজন ভ্যানেও। ভাঙচুরের পর সেটি রাস্তায় উলটে দেওয়া হয়। কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন, দাবি লালবাজারের। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকরা। মঙ্গলবার সকালে পাওয়া খবরে জানা গেছে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানোর ঘটনায় প্রথমে আটজনকে গ্রেপ্তার করেছে উত্তর কাশিপুর থানার পুলিশ। পরে চন্দনেশ্বর থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে। এছাড়াও সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশের উপর হামলা, সরকারের কাজে বাধা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে। অনান্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। স্বতঃপ্রনোদিত মামলার রুজু করে তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ। অন্যদিকে বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
Bhangar
ভাঙড়ে অশান্তির ঘটনায় গ্রেপ্তার ৯

×
Comments :0