সংবিধান প্রনেতা বিআর আম্বেদকরের ১৩৫ তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা সহ অন্যান্য নেতারা।
এদিন সংসদ ভবনে আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিআর আম্বেদকরের যেই অবদান তা ভবিষ্যৎ প্রজন্মকে দেশের উন্নয়নের জন্য অনুপ্রানিত করবে। তিনি আরও বলেন, আম্বেদকর মনে করতেন শিক্ষা একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার যার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের অগ্রগতি সম্ভব। রাষ্ট্রপতির কথায়, বিভিন্ন বাধা অতিক্রম করে আম্বেদকর গোটা বিশ্বের কাছে নিজের একটি আলাদা পরিচয় তৈরি করতে সক্ষম হয়েছেন।
স্বাধীন ভারতের সংবিধান রূপায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন আম্বেদকর। সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের অধিকার রক্ষার ক্ষেত্রেও তিনি ভূমিকা পালন করেন।
এদিন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী সংসদ ভবনে আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানান।
Ambedkar
সংসদে ভবনে আম্বেদকরের প্রতি শ্রদ্ধা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

×
Comments :0