মানুষ মারা শ্রমকোড বাতিলের দাবিতে, পুনরায় গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে, পানিহাটি পৌরসভার দুর্নীতি ও অব্যাবস্থার বিরুদ্ধে সোমবার সন্ধ্যায় পানিহাটি পৌরাঞ্চলের মহা মিছিল রাসমণি মোড় থেকে শুরু হয়। উড়ালপুল দিয়ে পানিহাটি স্টেশন পার হয়ে, সোয়দপুর - মধ্যমগ্রাম রোড ধরে বিটি রোডের সোদপুর ট্রাফিক মোড়ে এসে শেষ হয় মিছিলটি। মিছিলের সামনের সারিতে ছিলেন সিপিআই(এম) নেতা ঝন্টু মজুমদার, শুভব্রত চক্রবর্তী,অনির্বাণ ভট্টাচার্য, আশুতোষ বস প্রমূখ। ২০ এপ্রিল ব্রিগেড সমাবেশ সফল করার ডাক দেওয়া হয় এই মহা মিছিল থেকে।
শ্রমিক কৃষক খেতমজুর বস্তিবাসীদের সংগ্রামকে জোরদার করার লক্ষ্যে, ২০ এপ্রিল ব্রিগেড সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে টেক্সম্যাকো - দেশপ্রিয় নগর অঞ্চলের গণসংগঠনগুলির ডাকে, বেলঘরিয়ার ৪ নম্বর রেলগেটের কাছে সোমবার এক জনসভা হয়। বক্তব্য রাখেন রাজ্যের খেতমজুর ইউনিয়নের নেতা নিরাপদ সরদার। তিনি ছাড়াও বক্তাদের মধ্যে ছিলেন, সায়নদীপ মিত্র, বিবেকাশিস মিশ্র। খড়দহের ইলেকট্রো স্টিল কারখানার গেটে একটি সভায় রবিবার বক্তব্য রাখেন সিআইটিইউ নেত্রী গার্গী চ্যাটার্জি, ঝন্টু মজুমদার, পীর মহম্মদ। সভাপতি ছিলেন সঞ্জয় রায়। বিজেপি তৃণমূলের গড়াপেটা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চক্রান্ত সম্পর্কে সজাগ থাকার আবেদন জানান নেতৃবৃন্দ সভা গুলিতে।
CPI(M) Rally
পানিহাটিতে মহামিছিল

×
Comments :0