BRICS Modi

‘ব্রিকস’ শীর্ষ বৈঠক থেকে সরে থাকলেন মোদী

জাতীয়

বিশ্ব পরিস্থিতিতে অনিশ্চয়তার আবহে স্বচ্ছ বাণিজ্য নীতি প্রয়োজন। বিকাশশীল দেশগুলির গোষ্ঠী ‘ব্রিকস’ শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে একথা বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শীর্ষ সম্মেলনে অংশ নেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা ডা সিলভার আহ্বানেই হচ্ছে এই শীর্ষ বৈঠক। ব্রাজিলের ওপর শুল্ক শাসানি জারি রেখেছে আমেরিকা। ভারতের মতো ব্রাজিলের ওপরও ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। বস্তুত ব্রাজিলের অভ্যন্তরীণ রাজনীতিকে বিদেশনীতির হাতিয়ার করেছেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। 
সোমবার শীর্ষ বৈঠকের প্রধান বিষয় ছিল আমেরিকায় ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতিতে বিশ্ব বাণিজ্যে সমস্যার পরিস্থিতি নিয়েই। এই পরিস্থিতি কাটাতে কী করা দরকার তা নিয়েই আলোচনায় বসে ভারত, ব্রাজিল, চীন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা সহ বিকাশশীল দেশগুলির এই জোট। 
সেপ্টেম্বরের গোড়ায় সাংহাই কোঅপারেশনের শীর্ষ সম্মেলনে একসঙ্গে দেখা গিয়েছিল মোদী, চীনের রাষ্ট্রপতি শি জিনপিঙ এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে। ট্রামপ ক্ষোভের সুরে বলেন যে ভারত রাশিয়ার সঙ্গে চীনের অন্ধ্কার গহ্বরে ঢুকে যাচ্ছে। সেদিনই মার্কিন বাণিজ্যসচিব হুঁশিয়ারি দেন যে এক-দু’মাসের মধ্যে আত্মসমর্পণ করবে ভারত। কিন্তু পরদিনই অবস্থান বদলে ভারতের সঙ্গে ‘সুসম্পর্ক এবং বন্ধুত্বের গভীর বন্ধনের’ উল্লেখ করে মোদীর প্রশংসা করেন ট্রাম্প। মোদী জানান যে তিনি ‘ট্রাম্পের মনোভাবকে মর্যাদা দিতে তৈরি’। 
আন্তর্জাতিক পরিস্থিতিতে এমন ওঠাপড়ার মধ্যেই ব্রিকস শীর্ষ সম্মেলন থেকে সরে থাকলেন মোদী। 
তবে জয়শঙ্কর এদিন ভার্চুয়াল বৈঠকে বলেন, ‘‘আজকের পরিস্থিতিতে অনুমান যোগ্য এবং সুস্থিত বাণিজ্যিক পরিবেশ দরকার। বাণিজ্য পরিচালনার পদ্ধতি স্বচ্ছ হওয়া উচিত। বিশ্ব বাণিজ্যে নানা ধরণের য়িঘ্ন ঘটছে। আমাদের উচিত পণ্য ও উপকরণের শক্তিশালী সরবরাহ বন্দোবস্ত নিশ্চিত করা।’’

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন