ODISHA CM

ওডিশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি

জাতীয়

ওডিশার মুখ্যমন্ত্রী পদে মোহন মাঝিকে বেছে নিল বিজেপি। চার বারের বিধায়ক মোহন চরণ মাঝি। উপমুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি’র দুই বিধায়ক প্রভাতি পারিদা এবং কেভি সিং দেও। 
প্রভাতী পারিদা এবারই প্রথম বিধায়ক হয়েছেন। সিংদেও ছয়বারের বিধায়ক। মঙ্গলবার বিজেপি’র বিধায়কদের বৈঠকে মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের নির্বাচিত করা হয়। বৈঠকে ছিলেন প্রবীণ বিজেপি নেতা রাজনাথ সিং। আরেক কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবও ছিলেন বৈঠকে। 
১৪৭ আসনের বিধানসভায় ৭৮ আসনে জয়ী হয়েছে বিজেপি। এবারই প্রথম ওডিশায় সরকার গড়ছে বিজেপি। বিজু জনতা দলকে পরাজিত করে ভোটে। টানা ২৪ বছর সরকার চালিয়েছে বিজু জনতা দল। 
মোহন মাঝি কেওনঝড় কেন্দ্র থেকে এবার ৮৭ হাজারেরও বেশি ভোটে নির্বাচিত হয়েছেন। রাজ্যে আদিবাসী নেতা হিসেবে তাঁর পরিচিতি আছে। বুধবার শপথ নেবেন তিনি। অনুষ্ঠানে থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
লোকসভার সঙ্গেই ওডিশায় হয়েছে বিধানসভা ভোট। বিজু জনতা দল বিজেপি বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’-তে যোগ দেয়নি। বিজেপি বিরোধী ভোট ভাগ হয়েছে রাজ্যে।

Comments :0

Login to leave a comment