নব্বই মিনিটের মধ্যেই জয়ের চেষ্টা করবে মোহনবাগান। সোমবার সাংবাদিক সম্মেলনে এই লক্ষ্য জানিয়ে রাখলেন কোচ মলিনা।
মঙ্গলবার ২৭ তারিখ ডুরান্ড কাপের সেমিফাইনালে বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান। তার আগে, সোমবার, মোহনবাগান ক্লাবের প্রেস কনফারেন্সে ছিলেন কোচ মলিনা ও অনিরুদ্ধ থাপা।
সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর বেশ খোশমেজাজেই দিলেন মলিনা। দলের ডিফেন্সের বেহাল দশা নিয়ে প্রশ্নের উত্তরে কোচ জানান যে সবাই গত ম্যাচে ভালই খেলেছে। তারা সবাই একটা দল হিসেবে খেলছে। মঙ্গলবারের ম্যাচে তিনি ৯০ মিনিটের মধ্যেই চেষ্টা করবেন ম্যাচ জেতার।
মলিনা জানালেন যে কালকের ম্যাচে জেমি এবং আশিক খেলছেন না।খেলবেন না গোলরক্ষক ধীরাজও। প্রতিপক্ষের সুনীল ছেত্রীকে নিয়ে প্রশ্ন করা হয়। মলিনা জানালেন যে সুনীলকে নিয়ে কোনো বিশেষ পরিকল্পনা নেই দলের। বিশাল কাইথের ভারতীয় দলে জায়গা না পাওয়া প্রসঙ্গে বিশেষ কিছু না বললেও তিনি জানান যে বিশালই এই মুহূর্তে দেশের সেরা গোলরক্ষক।
মলিনা বলেছেন যে খেলার প্রয়োজনে বদল আনবেন ফরমেশনেও। পরবর্তী সময়ে অনিরুদ্ধ থাপা প্রেস কনফারেন্সে জানালেন আগের ম্যাচে খুব ভালো পারফরম্যান্স না করতে পারায় কালকের ম্যাচে নিজের সেরাটা দিতে চান। এই বছর মোহনবাগান দল আরও ভালো হওয়ায় সুযোগ রয়েছে ট্রফি জেতার ।
তারপর নির্ধারিত সময় ( বিকেল ৫ টা ) এর বেশ কিছুক্ষণ পরেই শুরু হয় অনুশীলন । প্রথম দিকে হাল্কা ওয়ার্ম আপ করে বল এবং কোন নিয়ে একটি বিশেষ ধরনের অনুশীলন করান মলিনার সহকারি। অনুশীলনের জন্য মাত্র ১৫ মিনিট বরাদ্দ ছিল সাংবাদিকদের জন্য । বাকি অনুশীলনে রহস্য রাখছে ম্যানেজমেন্ট। মঙ্গলবারের ম্যাচে সেট পিস থেকে গোল করাই লক্ষ্য মোহনবাগানের ।
Comments :0