Ranji Trophy

রাহানে সূর্য কুমারের দাপটে এগিয়ে মুম্বই

খেলা

ছবি প্রতিকী

 


 

ইডেনে রঞ্জি ট্রফিতে খেলছে মুম্বই ও হরিয়ানা। তৃতীয় দিনের শেষে রাহানে ও সূর্যর দাপটে মুম্বই এগিয়ে রয়েছে ২৯২ রানে। আর মাস দুয়েক পরেই ইডেন রাহানে ইডেন মাতাবেন কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। তার আগে একপ্রকার নেট প্রাক্টিস করে নিলেন ইডেনের পিচে। মাত্র ১৩ ওভারের মধ্যেই মুম্বইয়ের দুই ওপেনার আয়ুশ এবং আকাশ আনন্দ আউট হওয়ার দরুণ বেশ বেকাদায় পড়ে গেছিল মুম্বই। মুম্বইকে টেনে তুললেন রাহানে। সূর্যর সাথে পার্টার্নশিপে করেন ১২৯ রান । বর্তমানে রয়েছেন ৮৮ রানে । ৮৬ বলে ৭০ করে অনুজের বলে আউট হন সূর্য। হরিয়ানার প্রথম ইনিংসে শার্দুল ঠাকুরের দাপটে ৩০১ রানেই শেষ হয় তাদের ইনিংস। শার্দুল নেন মোট ৬ টি উইকেট মাত্র ৫৮ রান দিয়ে। রাহানের সাথে বর্তমানে জুটি বেঁধে খেলছেন শিবম দুবে। রয়েছেন ৭০ রানে।

Comments :0

Login to leave a comment