indian super league

আইএসএলে গোয়া মুম্বই ম্যাচ

খেলা

ছবি প্রতীকী।

 

বুধবার আইএসএলে মুম্বইয়ের মুখোমুখি হবে এফসি গোয়া। মুম্বই ফুটবল এরিনায় খেলা শুরু সন্ধ্যা ৭:৩০টায় । বর্তমানে ১৯ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মানালোর গোয়া। শীর্ষে থাকা মোহনবাগানের থেকে যা ১০পয়েন্ট কম। তাই এই ম্যাচে জয় ছাড়া আর অন্য কোনো রাস্তা নেই তাদের। জয় তুলে নিতে পারলে মোহনবাগানকে কিছুটা তাড়া করতে পারবে মান্ডভী পাড়ের ক্লাব। অন্যদিকে শেষ ছয়ের যাওয়ার একটা মরিয়া চেষ্টা চালাবে বাণিজ্যনগরীর দল মুম্বই সিটি এফসি। ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট তাদের। ম্যাচটি জিততে পারলেই ৩৪পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে আসবে পিটার কেটকির দল। এই মরশুমের শুরু থেকেই যেন চেনা ছন্দে দেখা যাচ্ছেনা মুম্বইকে। গতবারের আইএসএল ট্রফি জয়ীরা এখন আপাতত মরিয়া শেষ ছয়ের যাওয়ার জন্য। মূলত ছাঙতের পারফরম্যান্সের নিম্নগামীতাই এর কারণ। বুধবারের ম্যাচের দিকে নজর থাকবে বাংলার  আপামর মোহনবাগান সমর্থকদেরও। কারণ এই ম্যাচে গোয়া পয়েন্ট নষ্ট করলেই শিল্ড জয়ের ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে যাবে মোহনবাগান।  

Comments :0

Login to leave a comment