চন্দ্রপৃষ্ঠ থেকেও ১৩০ কিমি দূর থেকে পৃথিবীর ছবি তুলে পাঠাল অরিয়ন (Orion) । সেই ছবি বৃহষ্পতিবার সোস্যাল মিডিয়ায় শেয়ার করেছে নাসা। আর্টোমিস ১ মিশনের ৬ষ্ঠ দিনের পাঠান ছবিতে চাঁদের পেছন থেকে যেন উঁকি দিচ্ছে নীল গ্রহ। যদিও অরিয়ন ছবিটি তুলেছে ২১ নেভেম্বর। চাঁদেরও কিছু ছবি তুলেছে অরিয়ন তবে সেই ছবি এখন প্রকাশ্যে আনেনি নাসা (NASA)। তবে এদিন নাসার তরফে জানান হয়েছে ওরিয়ন এবার ক্রমেই চাঁদের থেকে দুরে সরে যেতে থাকবে।
বিজ্ঞানীরা জানিয়েছেন চাঁদের মাধ্যাকর্ষন শক্তি পৃথিবীর তুলনায় কম হলেও চন্দ্র পৃষ্ঠের ১৩০ কিমি কাছ থেকে ৯২ হাজার কিমি যেতে আরও গতির প্রয়োজন অরিয়নের। সেই কারনে ধীরে ধীরে গতি বাড়িয়ে ১৫ তারিখ চাঁদের একেবারে বাহির কক্ষপথ যা নাকি চন্দ্র পৃষ্ঠ (Moon) থেকে ৯২ হাজার থেকে ৪ লক্ষ কিমি দুরে সেখানে পৌছে যেতে পারে অরিয়ন। অ্যাপোলো ১৩’র এই প্রথম কোনও মহাকাশ যান চন্দ্র পৃষ্ঠ থেকে এতো দুরে যেতে সক্ষম হবে বলে জানায় নাসা। তবে চাঁদ যে কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করে তার উল্টো পথে ঘুরবে ওরিয়ন।
Comments :0