Fish Rescued

ইছামতী নদীতে মৎস্যজীবীর জালে বিশাল আকারের চাকুল মাছ

জেলা

ছবি- প্রবীর দাস।

উত্তর ২৪ পরগনার সুন্দরবনের ইছামতী নদীতে পাওয়া গেল বিশাল আকারের চাকুল মাছ। এই মাছ দেখার জন্য ভিড় জমালো সাধারণ মানুষ। এই বিশাল আকারে চাকুল মাছ এই বাজারে নিয়ে যাওয়া হল ইঞ্জিন ভ্যানে। দূর থেকে মনে হচ্ছিল এক ভ্যান মাছ। এলাকার মৎস্যজীবী মৎসজীবী পদীপ হালদার বাঁকড়া মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে দেখা যায় মাছটির ওজন ১৪৫ কেজি। মাছটি বিক্রি হয়েছে ৫৫ হাজার ৬৬০ টাকায়। যার কেজি প্রতি মূল্য ৩৮৩টাকা ৮৭ পয়সা। এই মাছটি ধরা পড়েছে মৎস্যজীবীর জালে। অত্যন্ত সুন্দরবনে এই বিশাল আকারের চাকুল মাছ দেখে সাধারণ মানুষ উল্লাসিত। এই প্রথম বিশাল আকারে চাকুল মাছ ধরা পরলো ইছামতি নদীতে। এই মাছ দেখার জন্য বাঁকড়া মৎস্য আড়ত ভিড় জমতে থাকে। এইরকম একটি মাছ দেখতে পেয়ে স্বভাবতই খুশি সাধারণ মানুষ।


 

Comments :0

Login to leave a comment