Death of star NASA

নক্ষত্রের মৃত্যুর ছবি থেকেই পৃথিবীর সৃষ্টির রহস্য জানার চেষ্টায় বিজ্ঞানীরা

আন্তর্জাতিক

এবার জেমস ওয়েব ক্যামেরায় ধরা পড়ল ৩৪০ বছর আগে মহাকাশে একটি নক্ষত্রের মৃত্যুর সময়ের ছবি। অভুতপূর্ব সেই ছবিকে ‘আগে কখনও দেখা যায়নি’ ক্যাপশন দিয়ে শনিবার তাদের সোস্যাল নেটওয়ার্কে প্রকাশ করল নাসার বিজ্ঞানীরা। নাসা আরও জানিয়েছে সম্ভবত ‘এটিই ছায়াপথের (Galaxy) কনিষ্টতম নক্ষত্র। মহাকাশে নক্ষত্রদের মৃত্যুর সময় যে বিষ্ফোরণ হয় তার ফলে না রঙের ধুলিকনার সৃষ্টি হয়।’ মৃত এই নক্ষত্রের ছবিকে সিএএস-এ (CAS-A) নামে চিহ্নিত করে বিজ্ঞানীরা দাবি করেছেন ছবিটি পর্যালোচনা করে অনেক তথ্য পাওয়া যাবে কসমিক ধুলো সম্পর্কে। সম্ভবত এরকম কোনও ধুলো থেকেই পৃথিবীর সৃষ্টি বলেও অনুমান করছেন তারা।

সিএএস-এ সুপারনোভা নক্ষত্র গোষ্ঠির সদস্য ছিল। তবে এই প্রথম নয় এর আগেও তারা’র মৃত্যুর ছবি প্রকাশ করেছিল নাসা। বিজ্ঞানীরা জানাচ্ছেন সেই সমস্ত ছবিই তুলনা করে কিভাবে নক্ষত্রের পৃষ্ঠে বিষ্ফোরণ হয় তা জানার চেষ্টা করা হবে। সঙ্গে পৃথিবীর সৃষ্টি হয়েছে কী ধরনের নক্ষত্রের ধ্বংসাবশেষ থেকে তাও জানার চেষ্টা করে যাবেন বিজ্ঞানীরা। এভাবেই বিজ্ঞানীরা ছবি বিশ্লেষনের মাধ্যমে পৃথিবী সহ সৌরজগতের সৃষ্টির রহস্যভেদ করতে চেষ্টা চালিয়ে 

 

Stars: always making a dramatic exit! 🌟 

Webb’s powerful infrared eye has captured never-before-seen detail of Cassiopeia A (Cas A). 11,000 light-years away, it is the remnant of a massive star that exploded about 340 years ago: https://t.co/LLQsFQJwVQ pic.twitter.com/xqlGFzhYoy

— NASA Webb Telescope (@NASAWebb) April 7, 2023 ">

 

Comments :0

Login to leave a comment