অপরাজিত বন্দোপাধ্যায়: রায়গঞ্জ
‘‘গোটা দেশে যে সংস্থার স্যালাইন নিষিদ্ধ তা আমাদের রাজ্যের হাসপাতালগুলিতে কিভাবে ব্যবহার হচ্ছে? এর পিছনে পিসি-ভাইপোর হাত রয়েছে। স্বাস্থ্য সচিব চুপ কেন। তিনি বলছেন ভেবে দেখব। আমরাও বলছি, হাসপাতালের সরঞ্জাম সরবরাহে দুষ্টচক্র আছে। কিন্তু এখনও ব্যবস্থা নেওয়া হয়নি। কেন নিষিদ্ধ কোম্পানির নিষিদ্ধ স্যালাইন চলবে। আমরা প্রয়োজনের স্বাস্থ্য ভবন ঘেরাও করব।’’
শনিবার রায়গঞ্জে এই ঘোষণা করেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সিপিআই(এম) উত্তর দিনাজপুর জেলা সম্মেলনে যোগ দিতে আসেন তিনি। সম্মেলনকে কেন্দ্র করে হয়েছে বিশাল সমাবেশও।
মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন একের পর এক প্রসূতি। তার মধ্যে একজন মারা গিয়েছেন। কোমায় চলে যান তিন প্রসূতি।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেলিম বলেন,
‘‘ছাত্র-যুব-মহিলা-শ্রমিক-খেতমজুর সবাই মিলে দরকার হলে স্বাস্থ্য ভবন অভিযান করব।। দুর্নীতির জন্য মমতা ব্যানার্জি ও তাঁর ভাইপো টাকা কমানোর জন্য মানুষের জীবন নিয়ে খেলছে।’’
সেলিম বলেন, ‘‘এই স্যালাইন সংস্থার কারখানা বন্ধ হওয়ার নোটিশ ঝোলানো হলেও ভেতরে ভেতরে উৎপাদন অব্যাহত ছিল। সাহস পায় কী করে!’’
বিজেপি’র সাংসদরা বলছেন উত্তরবঙ্গে এইমস হবে। এ প্রসঙ্গে এক প্রশ্নে সেলিম বলেন, "মিথ্যে কথা বলে কোনও লাভ নেই। ১০ বছর ধরে কী হয়েছে? উত্তরবঙ্গের সব সাংসদ তো বিজেপি’র। কেন রায়গঞ্জে এইমস হলো না। স্বাস্থ্য দপ্তরের কোনও দল কেন পরিদর্শনে এলো না? এই সাংসদদের কথার কোনও দাম নেই।’’
সেলিম বলেন, ‘‘আরএসএস’র প্রধান মোহন ভাগবত বলে গেলেন আরজি কর কাণ্ডে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নেবে তাকেই সমর্থন দেওয়া হবে। মমতা আরএসএস’র মানসকন্যা।’’
রায়গঞ্জের পরিস্থিতি সম্পর্কে সেলিম বলেন, "ভেজাল মদের কারবার বাড়ছে। মদের দোকান বাড়ছে। স্কুল কলেজের অবস্থা বেহাল। গ্রামে পাকা রাস্তা হয়নি কেন? ১০০ দিনের কাজ, আবাসের টাকা কোথায়? পরিযায়ী শ্রমিক বাড়ছে কেন? নতুন কলকারখানা হয়নি কেন? যে কটা হয়েছে সব বামফ্রন্ট সরকারের সময়ের।’’
Comments :0