একই দিনে ছিল রাজ্যের তিন গুরুত্বপূর্ণ মামলা। তিন মামলারই শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে।
মঙ্গলবার এসএসসি এবং ওবিসি মামলার শুনানি পিছিয়ে যায়। এরপর পিছিয়ে যায় ডিএ মামলার শুনানিও। ঋদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে ডিএ মামলার শুনানি হবে মার্চে। নতুন বেঞ্চে হবে সেই মামলার শুনানি।
বারবার ডিএ মামলার শুনানি পিছিয়ে যাোয়ায় ক্ষোভ জানিয়েচেন রাজ্য সরকারি কর্মচারীরা। রাজ্যের প্রায় ১২ লক্ষ সরকারি কর্মচারীর সঙ্গত প্রাপ্য আটকাতে আদালতে ছুটছে রাজ্যের সরকারই। একদিকে রাজ্যের বৃদ্ধির সাফল্যের দাবি জানানো হচ্ছে। আরেকদিকে আদালতে ডিএ না দেওয়ার যুক্তিতে অর্থাভাবের কারণ দেখানো হয়েছে।
রাজ্য সরকারি কর্মচারীরা আইনি প্রক্রিয়ার পাশাপাশি বারবার দাবি আদায়ে নেমেছেন আন্দোলনেও। রাজ্যজুড়ে সাড়াও পড়েছে।
গত বছর জুলাইয়ে শেষ বার সুপ্রিম কোর্টে উঠেছিল এই ডিএ মামলা। তখন আদালত জানায় যে ৭ জানুয়ারি ২০২৫ এই মামলায় চূড়ান্ত নির্দেশ দেওয়া হবে।
এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষিকেশ রায়ের এজলাসে মামলাটির শুনানি হয়। বিচারপতি বলেন, আজ যেহেতু মামলার চূড়ান্ত শুনানি হবে তাই দীর্ঘক্ষণ সওয়াল জবাব প্রক্রিয়া চলবে। কিন্তু আজ দীর্ঘ সওয়াল জবাব চলার মতো পর্যাপ্ত সময় নেই। সেই জন্যই মামলাটি আবারও পিছিয়ে দেওয়া হলো।
এদিকে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের মামলাতেও ২৬ হাজার পদে চাকরিপ্রার্থীদের দাবি অনিশ্চিতই রইলো। ফের এই মামলার শুনানি হবে ১৫ জানুয়ারি। ধর্মতলার ওয়াই চ্যানেলে অনশন আন্দোলনের রয়েছেনা এসএসসি পরীক্ষায় সফল হয়েও নিয়োগপত্র না পাওয়া শিক্ষক-শিক্ষিকারা।
DA case
ফের পিছিয়ে গেলো ডিএ মামলার শুনানিও
×
Comments :0