মহারাষ্ট্রের স্থানীয় পৌরসভা নির্বাচনে একা লড়বে উদ্ধব থ্যাকারের শিবসেনা। দলের রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউথ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে বিধানসভা এবং লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে গঠন করা হয়েছিল ‘মহা বিকাশ অগধি’।
সঞ্জয়ের ব্যাখ্যা, ‘‘একটি জোটে থাকলে একজন ব্যাক্তি বিভিন্ন রাজনৈতিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। যার প্রভাব সংগঠনে দেখা দেয়। তাই মুম্বাই, থানে সহ বিভিন্ন পৌরসভা, পঞ্চায়েত এবং জেলা পরিষদের নির্বাচনে একা লড়বো আমরা।’’ সঞ্জয়ের কথা থেকে স্পষ্ট জোটে থাকলে আসন ছাড়তে হবে কংগ্রেস এবং শরদ পাওয়ারের দলকে। যার জেরে দলের নীচু তলার অনেক কর্মী ক্ষুব্ধ হতে পারেন নির্বাচনে প্রার্থী হতে না পারলে।
ওমার আবদুল্লা, কেজরিওয়ালের পর এবার সঞ্জয় ইন্ডিয়া নিয়ে আঙুল তুলেছেন কংগ্রেসের দিকে। তিনি কংগ্রেসকে দায়ি করেছেন লোকসভা নির্বাচনের পর ইন্ডিয়া মঞ্চের কোন বৈঠক না ডাকার জন্য।
লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে ইন্ডিয়ার কাছে ধাক্কা খেলেও কয়েক মাস পর বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি। দাঁত ফোটাতে ব্যার্থ হয়েছে কংগ্রেস, উদ্ধব থ্যাকারের শিবসেনা এবং শরদ পাওয়ারের এনসিপি।
Shiv Sena UT
মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে একা লড়বে উদ্ধবের শিবসেনা
×
Comments :0