Navin Pattnaik Resigns

পদত্যাগ করলেন নবীন পট্টনায়ক

জাতীয়

২০২৪ সালের ওড়িশার বিধানসভা নির্বাচনের ফলাফলের সাথে সাথে একটি যুগের সমাপ্তি হয়েছে কারণ ভারতের অন্যতম প্রভাবশালী আঞ্চলিক নেতা নবীন পট্টনায়েক আজ ভুবনেশ্বরের রাজভবনে রাজ্যের রাজ্যপাল রঘুবর দাসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
তাঁর দল বিজু জনতা দল (বিজেডি) ১৪৭ সদস্যের বিধানসভায় ৭৪টি আসনের সংখ্যাগরিষ্ঠতার থেকে অনেকটাই পিছিয়ে মাত্র ৫০টি আসন পেয়েছে। গত ২৪ বছর ধরে ওড়িশা আর নবীন পট্টনায়ক প্রায় সমার্থক। নবীনবাবু নামে পরিচিত নবীন পট্টনায়ক তাঁর বাবা ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়েকের নামে দল বিজেডির মাধ্যমে রাজ্য রাজনীতিতে আশ্চর্যজনকভাবে আত্মপ্রকাশ করেছিলেন। ২৪ বছর ৯১ দিনের মেয়াদে সিকিমের পবন চামলিংয়ের পর পট্টনায়েকের নেতৃত্ব ছিল ভারতের কোনও মুখ্যমন্ত্রীর পক্ষে দ্বিতীয় দীর্ঘতম শাসনকাল।

Comments :0

Login to leave a comment