প্রায় ১০ জনকে গাড়ির ধাক্কা। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বেহালার ঠাকুরপুকুর এলাকায়। রবিবারের ব্যস্ত বাজারের মধ্যে ঢুকে পরে গাড়িটি। স্থানীয়দের দাবি এই রাস্তায় গাড়ি ঢোকার কথা নয়। নো এন্ট্রি থাকার পরও কী করে গাড়ি ঢুকল তা নিয়ে উঠছে প্রশ্ন।
রবিবার সকাল সাড়ে নটা নাগাদ ঠাকুরপুকুরের একটি বাজারের মধ্যে ঢুকে পরে গাড়িটি। দ্রুত গতিতে গাড়িটি প্রায় ১০ জনকে ধাক্কা মারে। ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। আহতদের স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনা স্থলে আসে ঠাকুরপুকুর থানার পুলিশ। দুজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
রাস্তায় খানা খন্দ। তার মধ্যেই চলে বাজার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ ৬ বছর ধরে এই রাস্তায় সংস্কারের কাজ চলছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পরেন কাউন্সিলরের বিরুদ্ধে।
Road Accident
ঠাকুরপুকুরে গাড়ির ধাক্কায় আহত প্রায় ১০

×
Comments :0