ভারতের মাঠে খেলতে চলেছেন নেইমার জুনিয়র। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মুম্বই সিটি এফসি এবং সৌদি আরবের ক্লাব আল হিলাল একই গ্রুপে পড়ায় ভারতে আসার সম্ভাবনা থাকল নেইমারের।
বৃহস্পতিবার কুয়ালালামপুরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী ওয়েস্ট জোন গ্রুপ-ডি তে সৌদির আল হিলাল, ইরানের ক্লাব এফসি নাসাজি মাজানদারান, উজবেকিস্তানের ক্লাব পিএফসি নববাহর নামানগানের সঙ্গে রয়েছে ভারতের মুম্বই সিটি। এর মধ্যে সৌদির ক্লাব আল হিলাল এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব। চার বার এশিয়ান চ্যাম্পিয়ন হওয়ার নজির রয়েছে তাদের। আল হিলাল সহ ডি গ্রুপের বাকি দুটি দলের বিরুদ্ধে হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে খেলবে মুম্বই সিটি এফসি। সেই হিসাবে মুম্বাইয়ের বিরুদ্ধে খেলতে আসতে পারে আল হিলাল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মুম্বাই সিটির হোম ম্যাচগুলি খেলবে পুনের ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে (বালেওয়াড়ি স্টেডিয়ামে)।
এখনও টুর্নামেন্টের সূচি ঘোষণা হয়নি। তাই নিশ্চিত না হওয়া গেলেও আল হিলালের হয়ে ব্রাজিলিয়ান তারকা নেইমারের ভারতে খেলতে আসার সম্ভাবনাই প্রবল। সম্প্রতি পিএসজি থেকে সৌদির এই ক্লাবে যোগ দিয়েছেন তিনি। এবার এশিয়ার ক্লাবে পা দিতে না দিতেই ভারতের মাটিতে খেলার সম্ভাবনা বাড়ল নেইমারের। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আল নাসের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে যাওয়ায় দেশের ফুটবলপ্রেমীরা আশা করেছিলেন হয়ত তিনি ভারতে খেলতে আসবেন। তা আপাতত সম্ভব না হলেও ভারতীয় ফুটবল ক্লাবটির বিরুদ্ধে আল হিলালের হয়ে খেলবেন নেইমার।
ড্রয়ের আগে মুম্বাই সিটির কোচ দেস বাকিংহাম বলেছিলেন, তাঁর দলের ফুটবলাররা ‘বিশ্ব সেরা’ ফুটবলারের মুখোমুখি হতে তৈরি। যদিও কাজটা সহজ নয় ভারতীয় ক্লাবের ফুটবলারদের কাছে। কারণ শুধুই নেইমার নন। ইতিমধ্যেই সৌদির ক্লাবে যোগ দিয়েছেন কাতার বিশ্বকাপে নজরকাড়া মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনো। সার্বিয়ার আলেকজান্ডার মিত্রোভিচ, চেলসিতে খেলা কালিদৌ কৌলিবালি, পর্তুগালে রোনাল্ডোর সতীর্থ এবং ইপিএলের উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের প্রাক্তন ফুটবলার রুবেন নেভেস, সার্বিয়ার সের্গেই মিলিঙ্কোভিচ স্যাভিচ, বার্সেলোনার প্রাক্তনী ম্যালকমের মতো ফুটবলারদের দেখা যাবে আল হিলালের জার্সি গায়ে। এ ছাড়া সৌদি আরবের জাতীয় দলে খেলা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে গোল করা আল-সেহরি এবং আল-দাওয়াসারি দু’জনেই আল হিলালের প্রথম এগারোর সদস্য। ২০২৩-২৪ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ শুরু হবে ১৮ সেপ্টেম্বর। চলবে ২০২৪ সালের ১৮ মে পর্যন্ত।
Neimar
ভারতের মাঠে নেইমার
×
Comments :0