আরজি করের ঘটনার প্রায় দু'মাস সময় অতিক্রান্ত হতে চলল। সঠিক বিচার এখনো অধরা। আরজি করে ঘটনার প্রবাহের মধ্যেই কামারহাটি সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নার্স ও জুনিয়র চিকিৎসকদের রোগীর আত্মীয়দের হাতে নিগ্রহ হতে হয়। কর্ম ক্ষেত্রে সুরক্ষা নিয়ে আবার প্রশ্ন উঠে আসছে।
মঙ্গলবার প্রায় ৬০ টি সংগঠনের মিলিত ডাকে কলেজ স্ট্রিট থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মহা মিছিলের ডাক দেওয়া হয়। এদিন মিছিলে চিকিৎসক আন্দোলনের নেতা ডাঃ মানস গুমটা বলেন, "সারা পশ্চিমবঙ্গের মানুষের ক্ষোভ বাড়ছে তা আছড়ে পড়ছে রাজপথে। কর্ম ক্ষেত্রে সুরক্ষা দিতে রাজ্য সরকার ব্যর্থ। আরজি করের ঘটনার পরও আমরা সাগরদত্ত, ন্যাশনাল মেডিকেল ও রামপুরহাটে এই ঘটনা দেখছি। আমাদের আশঙ্কা এই ঘটনা আরো বাড়বে। আমরা রাজ্য সরকারকে বলতে চাই ভয় না দেখিয়ে সুরক্ষা সুনিশ্চিত করুন" (দেখুন ভিডিও)।
মিছিলে নাট্য ব্যক্তিত্ব সৌরভ পালোধি বলেন, "সাগর দত্ত হাসপাতালের ঘটনা নতুন কিছু না। আমাদের রাজ্যের যা অবস্থা তাতে একাধিক সাগর দত্ত আমাদের সামনে আসবে"।
Justice Rally Kolkata
‘ভয় না দেখিয়ে সুরক্ষা নিশ্চিত করুন’ (দেখুন ভিডিও)
×
Comments :0