BIKASH BHATTACHARYA

সরবে কেবল অভিষেকের মামলা, বলছেন বিকাশ ভট্টাচার্য

রাজ্য

BIKASH BHATTACHARYA

কেবল অভিষেক ব্যানার্জি সংক্রান্ত মামলা সরবে বিচারপতি অভিজিৎ ব্যানার্জির এজলাস থেকে। তেমনই জানিয়েছেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য। শুক্রবার তিনি সুপ্রিম কোর্টেই ছিলেন। 

শুক্রবারই কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিচারের মূল নথি তাঁর কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলকে। হাইকোর্টের রেজিস্ট্রারকে এই নির্দেশ জানাতে বলেছেন। মূল নথির জন্য তিনি রাত সোয়া বারোটা পর্যন্ত নিজের এজলাসে অপেক্ষা করবেন বলে জানিয়েছেন। 

সংবাদমাধ্যমের প্রশ্নে আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেছেন, ‘‘আদালতে ছিলাম। যতটুকু শুনতে পেয়েছি যে মামলা বিচারের জন্য এসেছে, যে মামলায় অভিষেককে জেরা করার নির্দেশ দেওয়া হয়েছে, সেই মামলাই অন্য এজলাসে যাবে। এর বাইরে কোনও আদেশ হয়নি।’’ 

ভট্টাচার্য বলেন, ‘‘নির্দেশ যখন দিচ্ছেন আমরা শুনতে পেয়েছি। বলেছেন ‘দিস প্রসিডিং’। মানে যে মামলা আদালতে এসেছে। তা হলো কুন্তল ঘোষের মামলা, যে মামলায় ইডি দরখাস্ত করেছিল, এই মামলা অন্য বেঞ্চে হবে।’’ 

তা’হলে সব মামলা সরছে না? এই প্রশ্নে ভট্টাচার্য বলেন, ‘‘তেমন তো হওয়া উচিত না। কারণ নির্দেশে কোথাও বলেনি যে সমস্ত মামলা সরানো হবে। লিখিত নির্দেশ না দেখা পর্যন্ত আমার এটাই মনে হচ্ছে। লিখিত নির্দেশ যখন বের হবে তখন বোঝা যাবে কী করেছে।’’

এদিকে অভিজিৎ গাঙ্গুলি এদিন লিখিত নির্দেশে বলেছেন, ‘‘স্বচ্ছতার স্বার্থে সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলকে নির্দেশ দেওয়া হচ্ছে আমার পাঠানো রিপোর্ট এবং সাক্ষাৎকারের যে অনুবাদ বিচারপতিদের কাছে পেশ করা হয়েছে সেই মূল প্রতিবেদন এবং হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের মূল হলফনামা রাত বারোটার মধ্যে পেশ করতে হবে।’’   

বিচারপতি গাঙ্গুলি বলেন, ‘‘হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হচ্ছে যাতে সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলকে এই নির্দেশ জানানো হয়। সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে যে প্রতিবেদন পেশ করা হয়েছে তা যেন আমার কাছে পাঠানো হয়। এখন এই দুই প্রতিবেদন আদালতের নথি।’’ 

তিনি বলেছেন, ওই দুই বিষয়ে মূল প্রতিবেদন রাত বারোটার মধ্যে তাঁর কাছে পৌঁছাতে হবে। তিনি সোয়া বারোটা পর্যন্ত অপেক্ষা করবেন। 

Comments :0

Login to leave a comment