প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার বারাণসী লোকসভা কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন, পণ্ডিত গণেশ্বর শাস্ত্রী অযোধ্যায় রামের প্রাণ-প্রতীষ্ঠার জন্য ‘মুহুর্ত’ নির্ধারণ করেছিলেন, তাঁর চারজন প্রস্তাবকের মধ্যে অন্যতম হয়ে পাশে বসেছিলেন। 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্য তিন প্রস্তাবক হলেন আরএসএসের কর্মী বৈজনাথ প্যাটেল, ওবিসি সম্প্রদায়ভুক্ত লালচাঁদ কুশওয়াহা এবং দলিত সম্প্রদায়ভুক্ত সঞ্জয় সোনকার।
প্রধানমন্ত্রী মোদী জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় ত্যাগ করার পরপরই বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) নেতাদের প্রধানমন্ত্রীর সাথে দেখা যায়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এলজেপি-রামবিলাস প্রধান চিরাগ পাসোয়ান, জন সেনা পার্টির প্রধান পবন কল্যাণ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং রাষ্ট্রীয় লোক মোর্চার প্রধান উপেন্দ্র কুশওয়াহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Modi Files Nomination
বারাণসী থেকে মনোনয়ন দাখিল মোদির
                                    
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0